টপিকঃ উইন্ডোজ ৭ এক্টিভিশন নিয়ে সহায়তা চাই
আমি অনেকদিন আগে(কমপক্ষে ৫ মাস) উইন্ডোজ ৭ এর একটা ডিভিডি কিনেছিলাম। আগেও দু-একবার ইন্সটল করেছি। এটার মেয়াদ থাকে একমাস। ট্রায়াল ভার্সনে যা থাকে আর কি! কিছুক্ষণ আগে এটাকে আবার ভার্চুয়াল বক্সে ইন্সটল করলাম। ডেস্কটপের একেবারে ডানদিকে নিচে লেখা
Windos 7
For testing purpose only, Build 6801
The copy of windows is not genuine
এটার মেয়াদ আর একমাস পরই শেষ হয়ে যাবে। এখন এটাকে কিলিয়ে-গুতিয়ে ২০১০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চালানোর কোন উপায় আছে। মানে কোন আপগ্রেড করতে হবে?
মডারেটর এর প্রতিঃ এই পোষ্টটা আশা রাখি কোন ধরণের ক্রাকিং এর পোষ্ট না।