আবর্তক২০০০ লিখেছেন:আমার মনে হয় windows যখন এত বছর ধরে চলছে তার নিশ্চয় কোনো কারন আছে, লাইনাক্স এখোনো user friendly হোতে পারেনি সাধারনের কাছে, যদিও logically লাইনাক্স অনেক ভালো, আর এটাই লাইনাক্সের কাছে সবচেয়ে বর চ্যলেঞ্জ।
পুরানো কথা আর বলে কি লাভ?
তবে এটা ঠিক আমি এখনও মনে করি উইন্ডোজ নতুনদের জন্য অনেক বেশি ব্যবহার বান্ধব। কিন্তু উবুন্টু লিনাক্সের উন্নয়নের যে গতি, তাতে আর বেশি দিন নেই যে উইন্ডোজ পেছনে পড়ে যাবে; তবে ইতিমধ্যেই অনেক ক্ষেত্রেই উবুন্টু লিনাক্সই নতুনদের জন্য উইন্ডোজের চেয়ে বেশি ব্যবহার বান্ধব হয়ে গেছে। বিশেষ করে উইন্ডোজ ভিসতা কয়েকদিন ব্যবহার করে আমি কোন মজা পাইনি।
[img]http://twitstamp.com/thehungrycoder/standard.png[/img]
what to do?