Re: প্রজন্ম টুলবার
এক কথায় অসাধারন। এরকম সুন্দর একটা জিনিষ উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ। তবে dictionary তে সমস্যা থাকতে পারে, new লিখে সাবমিট করলে কিছু আসেনা।
Re: প্রজন্ম টুলবার
চমৎকার জিনিস রাজু ভাই। তবে আমার ১৫" স্ক্রিণে একটু বেশিই জায়গা নিয়ে নিচ্ছে।
অপশনগুলো কাষ্টমাইজ করার আইডিয়াটা ভালই।
আর একটা প্রশ্ন, এই টুলবারটা কে অটোহাইড ধরনের কিছু করা যায় না ? ধরেন একপাশে ছোট আইকন থাকল, ওখানে ক্লিক করলে পুরো টুলবার আসলো ????
Re: প্রজন্ম টুলবার
৩ দিন নেটে বসার সময় এবং সুযোগ কোনটাই পাই নি। আজ লগিন করেই তো হতবাক। দারুন হয়েছে কোডার ভাই। আপনাকে ধন্যবাদ জটিল একটা জিনিস দেওয়ার জন্য।
তবে অন্যদের মতো বলতে হয়, যদি কিছুটা কাস্টমাইজ করার অপশন যেমন অটো হাইড,এরেঞ্জ ইত্যাদি দেয়া যায় তাহলে আরো ভালো হয়।
Re: প্রজন্ম টুলবার
Re: প্রজন্ম টুলবার
হুমম......বেশ ভাল হয়েছে।ধন্যবাদ কোডার ভাইকে ।আশা করছি আরো নতুন নতুন সুবিধা পাব।
২৮ ১০-০৯-২০০৯ ০৭:২৩ সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (১০-০৯-২০০৯ ০৭:২৫)
Re: প্রজন্ম টুলবার
কোডার ভাই জট্টিল কাজ করছেন। ধন্যবাদ এরকম একটি জটিল কাজ করার জন্য। অনেক সুবিধা হল। স্ট্যাটাসের অভাব বোধ করছিলাম সেটা পূর্ণ হল। আর ধন্যবাদ রেডিওগুনগুনকে সাথে রাখার জন্য।
সমস্যাসমূহ: দ্রুত সম্পাদনা কাজ করছে না।
আমার প্রোফাইলের সেটিংস অপশনে ঢুকতে পারছি না। পেইজ ইরর।
ব্রাউজার মোজিলা ফায়ারফক্স ৩.০ আর থীম ডিফল্ট।
২৯ ১০-০৯-২০০৯ ০৯:৫৯ সর্বশেষ সম্পাদনা করেছেন অভিযাত্রিক (১০-০৯-২০০৯ ১০:০০)
Re: প্রজন্ম টুলবার
কোডার ভাই চ্যাট রোমে এবং ফোরামে কতজন ইউজার আছে তার স্টাটাস টুলবারে দেখা গেলে সুবিধা হত।
Re: প্রজন্ম টুলবার
অন্য দুটি থিমে টুলবার, তারিখ ও ইফতারির সময় সুবিধা যুক্ত করা হল।
Re: প্রজন্ম টুলবার
আমার ফায়ারফক্সে টুলবারতো কাজ করে না। আমি ফায়ারফক্স ৩.০.১৩ ব্যবহার করি। অটো হাইড অপশন থাকলে ভাল হয়।
Re: প্রজন্ম টুলবার
এই টুলবার বানাইলেন কি দিয়ে?
এগুলো কেমনে করে জানাইলে আমরাও মাঠে নামতে চেষ্টা করতাম।
Re: প্রজন্ম টুলবার
দারুন!!
Re: প্রজন্ম টুলবার
ওয়াও!!
কোডার ভাই আমাদের থীমেও যুক্ত করছে!
অনেক ধন্যবাদ কোডার ভাই!