টপিকঃ সুখবর প্রতিদিন :)
আমাদের ফোরামের সদস্যদেরকে একটি আনন্দের সংবাদ দেব। (যদি সব ঠিক থাকে) আগামী কাল রাতে চ্যানেল আই-তে বিটিভির সংবাদের পর তাদের সুখবর প্রতিদিন অনুষ্ঠানে আমাদের বাংলা ফোরামের সুখবরটিও থাকবে:cool:। অনুষ্ঠানটি আগামী পরশু সকাল ১০.৩০ টায় পুন:প্রচারিত হবে।
যাদের সুযোগ থাকে অনুগ্রহ করে দেখবেন। আমার বোধহয় দেখার সুযোগ হবে না:( । দেখি চেষ্টা করে।