Re: আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল)
গেম খেলতাছি!!!
ম্যাট্রিক্স প্যাথ অফ নিও!!!
জট্টিলসসসসস গেম!!!
বহুত আগেই গেম ওভার করছি।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল)
গেম খেলতাছি!!!
ম্যাট্রিক্স প্যাথ অফ নিও!!!
জট্টিলসসসসস গেম!!!
বহুত আগেই গেম ওভার করছি।
সাইফ দি বস ৭ লিখেছেন:গেম খেলতাছি!!!
ম্যাট্রিক্স প্যাথ অফ নিও!!!
জট্টিলসসসসস গেম!!!বহুত আগেই গেম ওভার করছি।
মনে পড়ছে,আইজ থেইকা কয়েক বছর আগে গেমটা খেলতে গিয়া গেমের এক জায়গায় এই যে আটকাইছিলাম, আর পার অইতে পারি না,তারপর থেইকা খেলা বাদ দিছি।তয় আপনাগো কথা শুইন্না মনে কইতাছে দুদিন পরে মার্কেট থেইকা ডিভিডি আইনা আবার খেলা লাগব
আমিও গেমটা যখন রিলিজ হয়েছিল এনেছিলাম...
কিন্তু কেন যেন চলেনি... হয়থ গ্রাফিক্স এর জন্য!
এখন খেলতাছি এই জন্য!
Btw.. উইন্ডোজ ছাড়া গেম খেইলা মজা নাই!!!
-এইমাত্র কি করলেন তা লিখতে পারেন hehe
রমজানের দিন এই ডিটেইলস দিতে পারতাছি না
স্বপ্নীল লিখেছেন:-এইমাত্র কি করলেন তা লিখতে পারেন hehe
রমজানের দিন এই ডিটেইলস দিতে পারতাছি না
তাইলে অন্য কিছু নিয়া আড্ডা দেন
প্রজন্ম ফোরামে মাঝে মাঝে কিছু টপিক পরে কিজে হাসি পায় না।
প্রজন্ম ফোরামে মাঝে মাঝে কিছু টপিক পরে কিজে হাসি পায় না।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
এত হাসি হাসলে কেমতে অইব?যত হাসি তত কান্না , বলে গেছে রাম সন্না
প্রজন্ম ফোরামে মাঝে মাঝে কিছু টপিক পরে কিজে হাসি পায় না।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
এত হাসি হাসলে কেমতে অইব?যত হাসি তত কান্না , বলে গেছে রাম সন্না
সহমত
ছোট বেলায় একটা কবিতা পড়ছিলাম-
ফোকলা হাসি
হাসতে নাকি জানে না কেউ
কে বলেছে ভাই
ঐ যে দেখ হুতুম পেঁচা ফোকলা হেসে যায়।
সবাই দেখী পুরান পোষ্টে কমেন্ট করতেছে। প্রায় ২ বছর আগের গুলাতেও।
সবাই দেখী পুরান পোষ্টে কমেন্ট করতেছে। প্রায় ২ বছর আগের গুলাতেও।
কিন্তু এই টপিক তরতাজা আর এই টপিকে সবাই তরতাজা পোস্টও করতাছে
ঠিক আছে মুই ও করিম
ঠিক আছে মুই ও করিম
আপনের লগে যোগ দিম মনে লইছি......
তারাহুরা করে ইফ্তার করতে গিয়ে জিহ্বায় ছ্যাকা লাগাইছি
উইন্ডোজ ছাড়া গেম খেইলা মজা নাই!!!
PlayStation আর X-box তাহলে কোথায় যাবে?
সাধ্যের বাইরে সুখ দেইখা লাভ নাই!!!
সাধ্যের বাইরে সুখ দেইখা লাভ নাই!!!
১. আমি গেম খেলা শুরু করছিলাম NFS 2 SE দিয়া, এখন NFS Undercover। এত খেলছি যে আর ভালো লাগে না রেসিং গেমগুলা, GTA San Andreas টা খেলছেন কেউ??? আজকে কেন জানি মিস করতেছি এই গেমটা..... অনেক মজা লাগতো খেলতে।
২. যাক গে, আজকে কে কি দিয়া ইফতারি করলেন? আর কোথায় করলেন ? বলেন দেখি, আমি করলাম আজ ফ্রেন্ড এর বাসায়। জটিল সব খাবার, কিছুই খাইতে পারলাম নাহ (
১. আমি গেম খেলা শুরু করছিলাম NFS 2 SE দিয়া, এখন NFS Undercover। এত খেলছি যে আর ভালো লাগে না রেসিং গেমগুলা,
NFS মোস্ট ওয়ান্টেড খেলছেন নাকি?জট্টিল একটা গেম রেসিং গেমের বস (এখনো)
২. যাক গে, আজকে কে কি দিয়া ইফতারি করলেন? আর কোথায় করলেন ? বলেন দেখি, আমি করলাম আজ ফ্রেন্ড এর বাসায়। জটিল সব খাবার, কিছুই খাইতে পারলাম নাহ
(
আমি করছি আন্টির বাসায়। কিন্তু আমারতো একই অবস্থা।
অন্যদের খবর জানি না তবে আমার ইফতারের আগে তো খানা-দানা গুলারে তো পাত্তা দিতেই মন চায় না , কিন্তু শুরু করার কিছুক্ষন পর সবার মাঝে বইসা
মনের অবস্থা হয় ছেড়ে দে মা কেঁদে বাঁচি.....
আজকের পরীক্ষাটা ভাল হয়েছে। কল্পনার বাইরে সহজ প্রশ্ন হয়েছে। তবে সমস্যা হচ্ছে এত সহজ প্রশ্ন আসবে বুঝতে পারিনি। তাই কঠিন কঠিন সব প্রশ্নের উত্তর পড়ে গিয়েছি। আর সহজ প্রশ্নগুলো রিভাইসই দেয়া হয়নি। তাই পরীক্ষা ভাল হলেও লেখার মান হয়ত কিছুটা খারাপ হয়েছে। যাই হোক আগামীকাল কম্পিউটার ২য় পত্র পরীক্ষাটা ভাল করে দিতে পারলে শুধু বাকি থাকে পরিসংখ্যান পরীক্ষা। আশা করি ওটায় তেমন একটা সমস্যা হবে না।
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল)
০.০৭৯৪৩০১০৩৩০২০০২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৯১.২৩৭৫৭৯০৬৫৫৩৭ টি কোয়েরী চলেছে