টপিকঃ ৪র্থ ওয়ানডেতে বাংলাদেশের বিজয়.. সাথে সিরিজও জয়!! :) YAHOOO!!!
আরও একটি ওয়ানডে জয় করেছে বাংলাদেশ। বাংলাদেশ ও জিম্বাবুয়ের ৪র্থ ওয়ানডেতে জিম্বাবুয়ের ক্যাপ্টেন প্রসপার উৎসেয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
বরাবরের মতই রাসেল জিম্বাবুয়ের ব্যাটিং এ আঘাত হানেন। এরপর নামেন কভেন্ট্রি.. ব্যাস ব্যাটিং শুরু হল তার আর থামল যেয়ে একেবারে ১৯৪ (নট আউট) এ। মাঝখানে মুড়িমুড়কি বানিয়ে পেটালেন রিয়াদ, মাহবুবুল করিম রবিন আর বিশেষ ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিবকে। চরম মার খাওয়ার পর সাকিবের মেজাজটাও গিয়েছিল। আরও কারণ হচ্ছে একটা আম্পায়ার বার বার আবেদন করার পরও কোন আউট দেয় নি। কিন্তু জিম্বাবুয়ের একটাই আবেদন (মুশফিকের) তা ওটা সানন্দে গ্রহণ করল!
ব্যাটিং এ নামার পর ভাল সূচণা করলেন জুনায়েদ ও তামিমের। তামিমের ব্যাটিং থামল গিয়ে ১৫৪ রানে!!
মাঝখানে তামিম ও রকিবুল ১১৯ রানের পার্টনারশীপ আহ... সে কি খেলা...কিন্তু সমস্যা হল বেটা আশরাফুল কে নিয়ে! ব্যাটা বলদ ২৪ বলে করল কিনা ১০!
শেষে রিয়াদ ও নাইম ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তবে মানতে হবে ৩১৩ রান করা কিন্তু কম ব্যাপার নয়.. বাংলাদেশ এ রান চেজ করে জিতেছে...
কি মজা!!
MAN OF THE MATCH: TAMIM & COVENTRY JOINTLY!!!
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে... অভিনন্দন সাকিব কে!!