Re: ৪র্থ ওয়ানডেতে বাংলাদেশের বিজয়.. সাথে সিরিজও জয়!! :) YAHOOO!!!
ছি ভাইরা একটা মানুষ খেলা জেতাইলো আর তারে নিয়ে কিছুই বললেন না।এটা কি ঠিক হল।আমরা আশরাফুল আর সাকিব নিয়ে আছি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই তামিম সবচেয়ে ধারাবাহিক রান করতেছে।ওর সমস্য হল ২টা ম্যাচেই ও অনেক রান করল কিন্ত মানুষ মনে রাখে নাই কারন আশরাফুল আর সাকিব ওই ম্যাচগুলোতে সেঞ্চুরি করছে।আজকেও দেখেন Man of the Match এর পুরষ্কারটাও ভাগ করতে হল !!!!
আর ওই মুগাবের গাধা জিম্বাবুয়ে গুলা পানির মতো সহজ ক্যাচ ২টা না ফেললে সাকিব ৬৩/৬৭ রানেই সেই দিন আউট হয়ে যেত সেই তুলনায় তামিম একটা Clean Match Wining ইনিংস উপহার দিছে।
তামিম কে অনেক অনেক ধন্যবাদ এতো অসাধারন ইনিংসটার এর জন্য