টপিকঃ উইন্ডোজ থেকে উবুন্ট ইনস্টল করা
আপনি কি উবুন্টু ইনস্টল করতে ভয় পাচ্ছেন? পার্টিশন নিয় চিন্তিত আছেন। ভাবছেন ইনস্টল করতে গিয়ে আপনার পার্টিশন গায়েব হয়ে যেতে পারে? আপনি কি উইন্ডোজ প্রোগ্রামের মতো করেই উবুন্টু ইনস্টল করতে চান? তাহলে উবুন্টু পরিবার আপনাকে নিরাশ করবে না। আপনার জন্যই ইতোমধ্যে অনেক ব্যবস্থা করা হয়েছে যাতে আপনি উইন্ডোজের মধ্যে থেকেই উবুন্টু ইনস্টল করতে পারেন। এজন্য install.exe নামে একটি ফাইল ডাউনলোড করতে হবে। এরপর তাতে ডাবল ক্লিক। উইজার্ড চালু হবে। কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নেয়া হবে। আপনার কাঙ্ক্ষিত উবুন্টু ডাউনলোড ও ইনস্টল হবে। কেল্লাফতে!
বিস্তারিত জানতে দেখুন:
https://wiki.ubuntu.com/install.exe/Prototype
আরো সাহায্যের জন্য এখানে লিখুন। আগাম ধন্যবাদ, উবুন্টু ইনস্টল করার জন্য।
আমার ব্লগ