টপিকঃ ৩য় ওয়ানডেতে বাংলাদেশের পরাজয়! :(
আরেকটি পরাজয় বাংলাদেশে ক্রিকেট টিমের জন্য
ব্যাটিং ব্যার্থতায় আবার ডুবেছে বাংলাদেশ!
প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। নেমেই মাহবুবুল এর চমৎকার বোলিং (প্রথমদিকে) এ ২ উইকেট যায় ১৮ রানের মধ্যেই... তারপর ৬০ রানে আরো একটি রান আউট..
বেশ ফুরফুরে মেজাজেই ছিল বাংলাদেশ...
কিন্তু বড় পার্টনারশীপে ৩২২ রানের পাহাড় সমান স্কোর গড়ে তারা...
ব্যাটিং নেমেই তামিম এর উইকেট হারায় বাংলাদেশ। এরপর একে একে প্যাভিলিয়ন এ ফিরে যান আশরাফুল, ইমরুল কায়েস ও শাকিব...
শাকিব একটি ছক্কা মেরেছিল কিন্তু পরের বলে আরো একটা ছক্কা হাকাতে যেয়ে আউট!!
পরে মুশফিক, মাহবুবুল (৫০+) ও রকিবুল (৭৮) এর চেষ্টায় বাংলাদেশ ধুকতে ধুকতে ৫ ওভার ৪ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে ২৫৪ রান করতে সমর্থ হয়।
বিস্তারিত এখানে।
আশা করি সামনের ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা বজায় থাকবে