বাংলায় ইউজারনেম নেয়া সম্ভব না। তবে, বাংলায় নিকনেম যুক্ত করা হয়েছে। নিজ নিজ প্রোফাইলে বাংলা নিকনেম সেট করুন। লক্ষ্য রাখবেন, এটা শুধুমাত্র একবারই সেট করা যাবে। মানে আর পরিবর্তন করা যাবে না।
এ মুহূর্তে গুগল একাউন্ট এনাবল করা সম্ভব নয়।
invarbrass, আপনি কোন ব্রাউজার-ওএসে-র কথা বলছেন? আমার এখানে কোন সমস্যা পাচ্ছি না। আমার ওএস - ম্যাক লেপার্ড, উবুন্তু জন্টি। ব্রাউজার - সাফারি, ফায়ারফক্স।
শিপলু, এক্টিভেশন ইমেইলের from ফিল্ডে no-reply জাতীয় এড্রেস দেয়া সম্ভব না। এটা গুগল এ্যপইঞ্জিনের রেস্ট্রিকশন।
সাইটটা বানানো হয়েছে জ্যাঙ্গো দিয়ে, হোস্ট করা হয়েছে গুগলের এ্যপইঞ্জিনে। ফুটারে এগুলোর লিঙ্ক দেয়া আছে।
Vampire, আপনি নিজেও আপনার পছন্দের ধাঁধাঁ প্রকাশ করতে পারেন।
একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, ধাঁধাঁর উত্তর প্রদান নিয়ে। দয়া করে মন্তব্যে উত্তর লিখবেন না। মন্তব্য সবাই দেখতে পারেন। ধাঁধাঁ নিয়ে কোনরূপ প্রশ্ন বা মন্তব্যই শুধুমাত্র মন্তব্যে লিখুন। একেকটা ধাঁধাঁর উত্তর কেবলমাত্র একবার দেয়াই সম্ভব।