টপিকঃ সমস্যা: এই ফোরামে কোন পোস্ট নাই
আমি প্রথমেই দু:খপ্রকাশ করছি যারা সমস্যাটি ফেস করেছেন তাদের কাছে। আসলে ফোরাম অপটিমাইজ করার সময় একটি ডিফল্ট টপিক পার পেজ -এর মান ২০ দেয়ার সময় তা ০ হয়ে গেছিল। তাই সমস্যাটি তৈরি হয়েছিল। অবশ্য যারা নিজেদের প্রোফাইলে এর মানটি দিয়েছেন তাদের সমস্যাটি হয়নি।
আবারও দু:খ প্রকাশ করছি। যেকোন ধরনের সমস্যা হলে admin(at)projanmo(dot)com ঠিকানায় আমাকে জানানোর অনুরোধ করছি।
ধন্যবাদ।