আমি অর্ডার করেছিলাম SmartQ 5:
http://www.engadget.com/2009/03/18/smar … price-tag/
http://www.itechnews.net/2009/03/17/sma … ts-priced/
http://kamleung.com/goodies/q5/index.html
http://www.slashgear.com/moses-smartq-5-mid-1234021/
এটার স্পেসিফিকেসন মোটামুটি এইরকম:
৬৬৭ মেহা ARM 11 প্রসেসর
৪.৩" টিএফটি টাচ স্ক্রীণ (রেজিস্টিভ টাইপ)
১২৮ মেগ র্যাম
৪ গিগা ন্যান্ড ফ্ল্যাশ ড্রাইভ (বিল্ট-ইন)
৩২ গিগা পর্যন্ত এসডি (নাকি মাইক্রোএসডি... ঠিক শিওর না) কার্ড সাপোর্ট করে
ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি (কয়েকমাসের মধ্যে নতুন ফার্মওয়্যার রিলিজ হচ্ছে - এতে ৩জি সাপোর্টও থাকবে)
এছাড়া ব্যাটারী সম্ভবত: ২০০০ mAh... ৫/৬ ঘন্টা চলার কথা
মেশিনটা রান করছে উবুন্টুর একটা মাইক্রো ভার্সন, ARMel আর্কিটেকচারের জন্য কাস্টোমাইজ করা। এই ধরণের লো-পাওয়ার্ড ডিভাইসের জন্য উবুন্টুর কিছু ভার্সন আছে - মোবাইল উবুন্টু না কি যেন নাম, আমার মনে হয় ঐ রকম কোনো একটা সিস্টেমকে কাস্টোমাইজ করেছে এটার জন্য।
তবে এটা নেবার মূল কারণ হলো, এই মেশিনে নোকিয়ার অসাধারণ মোবাইল লিনাক্স maemo সাপোর্ট করে (এখনো প্রাথমিক অবস্থায় আছে যদিও)। এটাতে যে উবুন্টু দিয়েছে তা দিয়ে চালানো বেশ ঝামেলার।
আমি নিচ্ছি মূলত: ই-বুক রীডার হিসাবে (৬৫০ ডলার দিয়ে আমাজনের ভগিচগি মার্কা ইবুক রীডারের চাইতে ১/৩য়াংশ কম দামে পুরা কম্পিউটার পাচ্ছি!)। এছাড়া ব্লুটুথ/wLan মাধ্যমে ব্রাউজিংও করা যাবে, এখনও এটাতে ফায়ারফক্স নাই (কয়েকজন হ্যাকার এটাতে ফায়ারফক্স চালাতে পেরেছে যদিও - স্টেবল না এখনো) - ব্রাউজার হিসাবে আছে মিদোরী। এছাড়া abiword, gnumeric এর মত কিছু অফিস সফটওয়েরও আছে। মিডিয়াপ্লেয়ার আছে smplayer এবং audacious।
এছাড়া মিউজিক প্লেয়ার হিসাবেও চমৎকার কাজ করে।
ভিডিও সাপোর্ট (DivX, Xvid,
WMV, FLV, MP4) আছে - তবে হাই-রেজুলুশন ভিডিও প্লে করতে পারেনা। লো-বিটরেটের ভিডিও স্বচ্ছন্দে চলে। কিছুদিন আগে একজন এই ফোরামে মোবাইল ফোনের জন্য মুভির একটা সাইটের লিংক দিয়েছিলেন - আপাতত: কয়েক দিন ধুমায়ে ঐ সাইট থেকে ডাউনলোড মারতেছি... গাছে কাঠাল গোফে তেল 
এটাকে পুরো দস্তুর একটা.... ল্যাপটপ কম্পিউটার হিসাবে কল্পনা করতে পারেন - শুধু মাউস/কীবোর্ড নাই, আর অত্যন্ত দুর্বল ক্ষমতার। ইদানীং এই সব movile internet device (MID) খুব জনপ্রিয় হচ্ছে।
Calm... like a bomb.