Re: সম্মাননা সিস্টেম আবার চালু হল
@coreattire হালকা বামে চাপায়ে দেন।
আমার এই একটা মন্ত্যবের জন্য খুবই দুঃখিত। অভিযাত্রিক ভাই একটু দেখে শুনে মন্তব্য করা উচিত।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » সম্মাননা সিস্টেম আবার চালু হল
@coreattire হালকা বামে চাপায়ে দেন।
আমার এই একটা মন্ত্যবের জন্য খুবই দুঃখিত। অভিযাত্রিক ভাই একটু দেখে শুনে মন্তব্য করা উচিত।
সাদাত হাসান লিখেছেন:@coreattire হালকা বামে চাপায়ে দেন।
আমার এই একটা মন্ত্যবের জন্য খুবই দুঃখিত। অভিযাত্রিক ভাই একটু দেখে শুনে মন্তব্য করা উচিত।
অভিযাত্রিক ভাইকে দোষ দিচ্ছেন কেন? coreattire সম্মাননা নিয়ে এত কথা বলেছেন দেখে ওনার বিরুদ্ধে সন্দেহ হওয়া স্বাভাবিক। আমি আগেই বলেছি দোষ কারও না। দোষ হচ্ছে বিল্লুর।
coreattire ভাই দু:খিত । আপনি ফায়ার ফক্সে চলে আসেন।
ফায়ার ফক্সে ইনষ্ঠল করলে বর্তমানেরটার কি হবে?
সাদাত হাসান লিখেছেন:আমার এই একটা মন্ত্যবের জন্য খুবই দুঃখিত। অভিযাত্রিক ভাই একটু দেখে শুনে মন্তব্য করা উচিত।
অভিযাত্রিক ভাইকে দোষ দিচ্ছেন কেন? coreattire সম্মাননা নিয়ে এত কথা বলেছেন দেখে ওনার বিরুদ্ধে সন্দেহ হওয়া স্বাভাবিক। আমি আগেই বলেছি দোষ কারও না। দোষ হচ্ছে বিল্লুর।
যাক প্রমান করতে পালাম আমি সত্য কথা বলি, যদিও আমি খুবই ঘাবডে গিয়ে ছিলাম
দক্ষিণের-মাহবুব লিখেছেন:অভিযাত্রিক ভাইকে দোষ দিচ্ছেন কেন? coreattire সম্মাননা নিয়ে এত কথা বলেছেন দেখে ওনার বিরুদ্ধে সন্দেহ হওয়া স্বাভাবিক। আমি আগেই বলেছি দোষ কারও না। দোষ হচ্ছে বিল্লুর।
যাক প্রমান করতে পালাম আমি সত্য কথা বলি, যদিও আমি খুবই ঘাবডে গিয়ে ছিলাম
নাহ! সবসময় সত্য কথা বলেন এটা ঠিক না। সত্য কথা বলেন ঠিকই কিন্তু একটু অতিরঞ্জিত হয়ে যায় এই আর কি।
ওরে আমার কপাল! coreattire ভাই, আপনার কথাবার্তা শুনে ভাবছিলাম আপনি আধুনিক যুগের কেউ হবেন। আপনি যে গুহামানবদের ব্রাউজার IE6 ব্যবহার করতে পারেন তা আমার কল্পনাতেও আসে নাই। আপনাকে ভন্ড বলার জন্য দুঃখিত।
ফায়ার ফক্সে ইনষ্ঠল করলে বর্তমানেরটার কি হবে?
কিছুই হবে না। এইটাকে সিন্দুকে ভরে রাখবেন। আনইন্সটলও করে ফেলতে পারেন। প্রাযুক্তিকভাবেই এইটার সিকিউরিটি খুবই ভয়াবহ রকমের দুর্বল। দুনিয়ার বড় বড় সাইটগুলো আস্তে আস্তে এই ব্রাউজার দিয়ে তাদের সাইট ব্রাউজ করার সুবিধা বন্ধ করে দিচ্ছে। যেমন, Facebook, YouTube, Orkut ইত্যাদি।
উন্মাতাল_তারুণ্য লিখেছেনঃ
দুনিয়ার বড় বড় সাইটগুলো আস্তে আস্তে এই ব্রাউজার দিয়ে তাদের সাইট ব্রাউজ করার সুবিধা বন্ধ করে দিচ্ছে। যেমন, Facebook, YouTube, Orkut ইত্যাদি।
নতুন তথ্য। IE এর কপালে দুঃখ আছে ...
দোষটা ইন্টারনেট এক্সপ্লোরারের নয়।
প্রজন্মে নিবন্ধিত করেই সম্মননা দেয়া যায় না। কিছু নির্দিষ্ট সংখ্যক পোস্ট করলেই ফিচারটা এনাবল হয়।
এই রুলটা কিছু দিন বন্ধ ছিল। দু একদিন আগে আবার চালু করা হয়েছে।
আপনার পোস্টের সংখ্যা বাড়লে এটা ঠিক হয়ে যাবার কথা।
এই মুহুর্তে আমি পোস্টের সংখ্যাটা বলতে পারছি না।
খুব দ্রুতই জানাব আশা করি।
ধন্যবাদ।
দোষটা ইন্টারনেট এক্সপ্লোরারের নয়।
প্রজন্মে নিবন্ধিত করেই সম্মননা দেয়া যায় না। কিছু নির্দিষ্ট সংখ্যক পোস্ট করলেই ফিচারটা এনাবল হয়।
এই রুলটা কিছু দিন বন্ধ ছিল। দু একদিন আগে আবার চালু করা হয়েছে।
আপনার পোস্টের সংখ্যা বাড়লে এটা ঠিক হয়ে যাবার কথা।
এই মুহুর্তে আমি পোস্টের সংখ্যাটা বলতে পারছি না।
খুব দ্রুতই জানাব আশা করি।
ধন্যবাদ।
তাইতো বলি আজ সম্মাননা দেয়া যাচ্ছেনা কেন।
এইটাতো ভাই খুবই অন্যায়।
আমি বেশ কয়েকজনরে সম্মাননা দিলাম প্রজন্বতে নিয়মিত হবার পর থাইকা।
এইটাতো এমন হইয়া গেল যে শরবত খাইতে দিয়া তারপর পোলাউ রোস্টো খাওয়াইবেন বইলা
হাতে মোয়া মুড়ি ধরাইয়া দিলেন।
শিপলু লিখেছেন:দোষটা ইন্টারনেট এক্সপ্লোরারের নয়।
প্রজন্মে নিবন্ধিত করেই সম্মননা দেয়া যায় না। কিছু নির্দিষ্ট সংখ্যক পোস্ট করলেই ফিচারটা এনাবল হয়।
এই রুলটা কিছু দিন বন্ধ ছিল। দু একদিন আগে আবার চালু করা হয়েছে।
আপনার পোস্টের সংখ্যা বাড়লে এটা ঠিক হয়ে যাবার কথা।
এই মুহুর্তে আমি পোস্টের সংখ্যাটা বলতে পারছি না।
খুব দ্রুতই জানাব আশা করি।
ধন্যবাদ।তাইতো বলি আজ সম্মাননা দেয়া যাচ্ছেনা কেন।
এইটাতো ভাই খুবই অন্যায়।
আমি বেশ কয়েকজনরে সম্মাননা দিলাম প্রজন্বতে নিয়মিত হবার পর থাইকা।
এইটাতো এমন হইয়া গেল যে শরবত খাইতে দিয়া তারপর পোলাউ রোস্টো খাওয়াইবেন বইলা
হাতে মোয়া মুড়ি ধরাইয়া দিলেন।![]()
এই ব্যাপারে মন খারাপের কিছু নাই।
সম্ভবত এটা করা হয়েছে ফোরামের পরিচ্ছন্ন স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য।
পোস্টের পরিমান বৃদ্ধি পেলে (সম্ভবত ১০০+ হলে ) আবারও আপনি ইনসাআল্লাহ সম্মাননা দিতে পারবেন ।
এখন থেকে যাদের পোস্ট সংখ্যা ৫০ বা বেশি শুধু তারাই রেপুটেশন দিতে পারবেন।
রমজান মাসে বেশি বেশি রেপু দেয়ার জন্য রেপুটেশন সিস্টেমটা আরও সহজ করা হল । এখন আর আগের মত রেপু দেয়ার রিডাইরেক্টশন জাতিয় কিছু হবে না (যদি এরর না আসে)।
এ বিষয়টি টেস্টিং করা বহুত ঝামেলা!
সুতরাং কোন সমস্যা হলে জানাবেন।
ধন্যবাদ।
স্পাইডারম্যান, কাজ হলো কিনা জানান। আমাকে দেয়া আপনার টেস্টিং রেপুটা মুছে দিলাম যেহেতু ওটা টেস্ট করার জন্য দিয়েছেন।
স্পাইডারম্যান, কাজ হলো কিনা জানান। আমাকে দেয়া আপনার টেস্টিং রেপুটা মুছে দিলাম যেহেতু ওটা টেস্ট করার জন্য দিয়েছেন।
কাজ হয়েছে।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » সম্মাননা সিস্টেম আবার চালু হল
০.০৬৯৪৬৪৯২১৯৫১২৯৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৫৬৮৭৬০৫৫১৪৮৮ টি কোয়েরী চলেছে