Re: এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
দেখি কি নামাতে পারি!
ধন্যবাদ কোডার ভাইয়া!
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নতুন সুবিধা (ফিচার) » এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
দেখি কি নামাতে পারি!
ধন্যবাদ কোডার ভাইয়া!
ট্যাংকু
ধন্যবাদ।
পাঙ্খায় বর্তমানে একজন ব্যবহারকারীর প্রতিদিনের ডাউনলোডের জন্য কি কোন লিমিট দেয়া আছে?
জটিল সুবিধা তো! ট্রাই করে দেখি প্রয়োজনীয় কি নামানো যায়।
অনেক ধন্যবাদ।
পাংখ্যা তো লিচভিয়েট থেকে পাওয়ার করা ঠিকন?
অসৎ উদ্দেশ্য এর ব্যবহার সেবাটির অপমৃত্যু ঘটাতে পারে
বিষয় টা বুঝলাম না...... আরো একটু ক্লিয়ার করে দ্যন
সত্যি অসাধারন উদ্যোগ।তবে যারা অনেক বড় ফাইল নামাতে চান তারা আমার এই পোষ্টটা Follow করতে পারেন।
http://forum.projanmo.com/viewtopic.php?id=12894
আমি আমার হ্যাকার বন্ধুর কাছ থেকে প্রিমিয়াম একাউন্ট পেয়ে ব্যাবহার করি।যদি প্রজন্মের সবার কাজে লাগে তবে কোডার ভাই চাইলে আমি দুই একটা একাউন্ট শেয়ার করতে পারি
ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে পাঙ্খার সুবাতাসের জন্য!!!
দারুন হয়েছে।
আমি আমার হ্যাকার বন্ধুর কাছ থেকে প্রিমিয়াম একাউন্ট পেয়ে ব্যাবহার করি।যদি প্রজন্মের সবার কাজে লাগে তবে কোডার ভাই চাইলে আমি দুই একটা একাউন্ট শেয়ার করতে পারি
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। হ্যাকিং করা একাউন্টের প্রতি কোন আগ্রহ নেই। জেনুইন একাউন্ট থাকলে চাইলে ডোনেট করতে পারেন।
আপনার ঐ লিঙ্কওয়ালা পোস্টটি এখানে না দিলেও পারতেন। কারণ সে জন্য আপনি আলাদা টপিক খুলেছেনই!
আপনার ঐ লিঙ্কওয়ালা পোস্টটি এখানে না দিলেও পারতেন। কারণ সে জন্য আপনি আলাদা টপিক খুলেছেনই!
দুঃখিত।আমি Edit করে দিলাম।আশা করি ঠিক আছে।আর আবারো দুঃখিত জেনুইন কিছু নাই।কখনো কিনলে শেয়ার করব ইনশাল্লাহ।
ডাউনলোড করা ফাইল ২৪ ঘন্টা পর্যন্ত আমাদের সার্ভারে থাকবে। তারপর তা মুছে দেয়া হবে।
ফাইল ডাউনলোড করতে যদি ২৪ ঘন্টার বেশী লাগে? যদিও ২০-২৫ মেগাবাইটের জন্য লাগবেনা।
আমি একটা ই-বুক ডাউনলোড করতে গিয়ে ফেইল মারলাম। ট্রান্সলোড ওকে বাট ডাউনলোড হয়না। মজিলা/এক্সপ্লোরার/ফ্রীডাউনলোড ম্যানেজার দিয়ে চেষ্টা করলাম।
এটা ছিল আমার ডাউনলোড লিংক: http://www.pankha.info/files/pankha.inf … 66300X.rar
একটা কাজ করা যায় কি? ট্রান্সলোড করা ফাইলটা আপনাদের ইমেইল সার্ভার থেকে এটাচ করে আমাদের ইমেইল একাউন্টে পাঠিয়ে দেয়া হবে। পরে তা আমরা ইমেইল থেকে ডাউনলোড করে নেব! তাহলে মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যেত।
আপাতত সফল ভাবে ডাউনলোড করতে না পারলেও কোডার ভাইকে মনে মনে ১০০টা রেপু দিলাম।
"প্রতিটি ডাউনলোড করা ফাইলের সাথে ইউজার আইডি যুক্ত থাকে"
এতে যেসব ফাইলের ক্ষেত্রে অনেকগুলো "rar পার্ট ডাউনলোড করতে হয় সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে পরে ফাইল নেমথাকে উক্ত অক্ষর গুলো বাদদিয়ে আনজিপ করতে হবে
সত্যিই সুবাতাস । আমি বিনোদনমূলক কিছু না নামাতে দৃঢ়প্রতিজ্ঞ। কিছু দরকারী শিক্ষামূলক ফাইল বড় হয়ে গেলে ক্ষমা করে দিয়েন । শিক্ষিত হয়ে প্রজন্মের জন্যে এক খান প্রেমেকাউন্ট প্রতিশ্রূত রইল।
এই গরমে পাঙ্খার বাতাস আশা করি সবার ভালই লাগবে!
আবার চালু হল pankha.info.
প্রজন্ম ফোরামের সকল সদস্যই এ সুবিধা ভোগ/উপভোগ করতে পারবেন! তবে আপাতত ফাইল সাইজ ও আরও কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে! ব্যবহারের উপর ভিত্তি করে এটি'র হ্রাস/বৃদ্ধি করা হবে!যারা ফোরামে নতুন তাদের জন্যঃ
পাঙ্খা হল প্রজন্ম ফোরামের একটি ফ্রি সেবা যার মাধ্যমে আপনি র্যাপিডশেয়ারসহ বেশ কিছু সাইট থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন প্রিমিয়াম একাউন্ট ছাড়াই। ফাইলের লিংক দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলে তা আমাদের সার্ভারে ট্রান্সলোড হবে। তারপর আপনাকে আরেকটি লিঙ্ক দেয়া হবে। সেটি ব্যবহার করে আপনার ফাইলটি আপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা ফাইল ২৪ ঘন্টা পর্যন্ত আমাদের সার্ভারে থাকবে। তারপর তা মুছে দেয়া হবে। প্রতিটি ডাউনলোড করা ফাইলের সাথে ইউজার আইডি যুক্ত থাকে যা দিয়ে আমরা বুঝতে পারব কে ঐ ফাইলটি ডাউনলোড করেছে। আপত্তিকর কোন কিছু দেখা গেলে তাকে পাঙ্খা সেবা থেকে ব্যান করাও হতে পারে।বর্তমান সেবাটি পাওয়ার পদ্ধতি আগের চেয়ে আলাদা! সার্ভিসটি পাওয়ার জন্য আপনার পিন নম্বর দরকার হবে! আপনারা আপনাদের প্রোফাইলে লগিন করলে দেখবেন আপনাদের পিন ইতিমধ্যেই সেখানে আছে! তবে এই পিন পরিবর্তনশীল! যে কোন সময় আর আগের পিনটি কাজ করবে না! তখন আপনাদের প্রোফাইলে আবার ঢুকে নতুন পিনটি পাবেন!
ছবি সূত্র: আরিফ হাসানফায়ারফক্স ইস্যু:
যে লিঙ্কটি পাবেন সেটিতে ক্লিক করলে ফায়ারফক্সের ডাউনলোড উইন্ডো আসে! কিন্তু কয়েক কিলোবাইট হয়েই ডাউনলোড বন্ধ হয়ে যায়! এরকম ক্ষেত্রে কোন ডাউনলোড বুস্টার ব্যবহার করুন অথবা লিংটি'র উপরে মাউসের ডান বাটন ক্লিক করে 'Save target as' ক্লিক করুন! আশা করি কাজ হবে!সকলের সুবিধার জন্যই এ সেবাটি দেয়া! অসৎ উদ্দেশ্য এর ব্যবহার সেবাটির অপমৃত্যু ঘটাতে পারে! সুতরাং সাধু সাবধান!
পাঙ্খা সেবাটি আমার জন্য প্রজয্য নয় কে ?
পোস্টাতে থাকুন! একসময় পিন পেয়ে যাবেন ।
১০০ বা ২০০ মেগার ফাইল ডাউনলোড করতে ২৪ ঘন্টা লাগার কথা না। বড় জোর ২-৬ ঘন্টা লাগতে পারে।
সালাম ভাই,
আমার পাঙ্খার বাতাস ব্যান হয়ে গেছে.....
ভাই এইবার এর মতো চালু করেন, এবার বিনোদনমূলক কিছু না নামাতে দৃঢ়প্রতিজ্ঞ..
পাঙ্খা সেবাটি আমার জন্য প্রজয্য নয় কেন ?
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নতুন সুবিধা (ফিচার) » এই গরমে আবার আইলো পাঙ্খার বাতাস
০.০৮৩৭৯০০৬৩৮৫৮০৩২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.২৭২৭১৬৭৯৭৪১৪ টি কোয়েরী চলেছে