Re: মানুষখেকো গুহা (গুহার নিচে সম্ভবত....)
এখানে ঘুম এর স্থলে মনে হয় মুখ হবে। আমি একবার শুনেছিলাম কোথায় যেন সমুদ্রের উপর (সম্ভবত) একটা অভিশপ্ত জায়গা আছে। যার উপর দিয়ে কোন জাহাজ বা বিমান গেলে সেটা আর খুঁজে পাওয়া যেত না। হতে পারে এমন কিছু।
Re: মানুষখেকো গুহা (গুহার নিচে সম্ভবত....)
কিছু কিছু মানুষ আছে যারা অনেকক্ষণ পানির নীচে দম বন্ধ করে ডুব দিয়ে থাকতে সক্ষম। একবার ডিসকোভারী চ্যানেলে দেখেছিলাম প্রায় আধ ঘন্টা ডুব দিয়ে ছিলো এক লোক - সম্ভবত: ওটা ওয়ার্ল্ড রেকর্ড ছিলো।
আপনিও দম না নিয়ে অনেকক্ষণ থাকতে পারবেন - যদি শরীরের মেটাবলিজম রেইট কমিয়ে আনতে পারেন। মেটাবলিজম না হলে অক্সিজেন প্রয়োজন পড়ছেনা, কাজেই বহুক্ষণ দম না নিলেও অসুবিধা হয়না।
ডকুমেন্টারীতে দেখেছিলাম লোকটা ডুব দেয়ার আগে কয়েক ঘন্টা মরার মত শুয়ে থাকতো, খুব ধীরে নিশ্বাস-প্রশ্বাস নিয়ে ব্রীদিং কন্ট্রোল করতো। এইভাবে তার Basal Metabolic Rate কমিয়ে প্রায় শুন্যের কাছাকাছি নিয়ে যেত।
নবজাতক শিশুরাও কিন্তু দম না নিয়ে থাকতে পারে। মায়ের পেটে থাকার সময় শিশুরা এ্যাম্নিওটিক ফ্লুইড থেকেই প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করে। ২/১ মাস বয়সী বাচ্চাদের সুইমিংপুলে নিয়ে দেখা গেছে ওরা ২০-২৫ মিনিট দম না নিয়ে দিব্বি খেলাধুলা করছে। তবে এই ক্ষমতা বেশি দিন থাকেনা, কয়েকমাসের মধ্যে ওদের লাংস ম্যাচিউর হয়ে গেলে ক্ষমতাটি হারিয়ে যায়