বাংলাদেশের খেলোয়ারদেয় নিয়ে আই,পি,এল, এক ধরনের তামাশা করছে। মাশরাফি, সবচেয়ে দামী খেলোয়ার এখনো পর্যন্ত খেলার সুযোগ পায় নি। এর থেকে খারাপ আর কি হতে পারে। একেবারে কোন ম্যাচ না খেলার চেয়ে খারাপ খেলা অনেক ভালো। তাওতো বলা যায় যে খেলতে পারছে।
মাশরাফি নিজেও অবাক হয়েছেন। তিনি এক স্বাক্ষাতকারে বলেছেন তিনি এখনও বুঝতে পারছেন না এসব কি হচ্ছে। অবশ্য টিম ম্যানেজম্যান্ট তাকে নাকি স্বান্তনা দিয়েছে যে চার জনের বেশি বিদেশী খেলোয়ারকে খেলানো যায় না আর কলকাতায় ১০ জন বিদেশী খেলোয়ার আছে তাই তাদের দল নির্বাচনে কিছুটা সমস্যায় পরতে হচ্ছে।
আমার প্রশ্ন চার জন না হয়ে যদি এক জনও বিদেশী খেলোয়ার খেলানোর নিয়ম থাকতো তাহলে মাশরাফিকে খেলানো উচিত ছিল। কারন তারা মাশরাফিকে সবচেয়ে বেশী দামে কিনেছে। নিশ্চয় এতে তাদের কোন প্লান ছিল।
অনেকে অবশ্য বলছে কলকাতা নাকি মাশরাফিকে কিনে ভুল করেছে আর তাই তাকে খেলাচ্ছে না।
মাশরাফিকে না খেলানো পর্যন্ত চারিদিকে একটি ঘোলাটে পরিবেশ অবশ্য থেকেই যাবে।
নিজের পছন্দ আনুযায়ী ডোমেইন সহ সম্পূর্ন বাংলা ব্লগ খুলতে চান একেবারে বিনামূল্যে। আপনি ব্লগিং এর দুনিয়ায় নতুন বা এখনও পা রাখেন নি। আসুন শুরু করি
বাংলা ব্লগিং এর প্রথম ধাপ-পরিকল্পনা থেকে।
ব্লগ বাংলা-আপনার ব্লগিং গাইড