Re: ডিজিটাল বাংলাদেশ!!
:D:D
চলেন কারেন্টের সাথে অনশন করি। আমরা টানা তিন দিন কোন প্রকার তরিৎ কিছু ব্যবহার করব না।
Re: ডিজিটাল বাংলাদেশ!!
হা হা হা সেইরকম জটিল এ্যাড!
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
Re: ডিজিটাল বাংলাদেশ!!
দারুন একখান এড।.......
Re: ডিজিটাল বাংলাদেশ!!
Model চেনা চেনা লাগে
www.skytouch2u.com
Re: ডিজিটাল বাংলাদেশ!!
আকাশছোঁয়া লিখেছেন:Model চেনা চেনা লাগে
উনি তো আমাদের প্রধান.......!!!
থামলে ভালো লাগে
Re: ডিজিটাল বাংলাদেশ!!
কেবল একটা মাত্র ১৫ ঘন্টার লোডশেডিং সহ্য করলাম
Re: ডিজিটাল বাংলাদেশ!!
সম্ভবত উম্মাতাল তারুণ্যের টুইটারের বদলে আগেই দেখেছি! জট্টিল এড!
৫০০ গ্রামের প্যাকেট ছাড়া বাকি সবই জট্টিল! হা হা!
what to do?
Re: ডিজিটাল বাংলাদেশ!!
উনি তো আমাদের প্রধান.....মডেল..!!!
Re: ডিজিটাল বাংলাদেশ!!
আমাদের ভিসি স্যারকে কয়েকদিন আগে সুযোগ-সুবিধা সম্পর্কে কিছু অভিযোগ শোনানোর পর তিনি বলেছিলেন, তোমরা এখন যে সুযোগ-সুবিধা পাও, তার কোন কিছুই তো আমরা আমাদের ছাত্রাবস্থায় পাইনি। তোমরা সুন্দর বিল্ডিংএ ক্লাস করো, এসিরুমে থাকো ইত্যাদি ইত্যাদি যা আমরা পাইনি। অতএব যা পাচ্ছো তা নিয়ে আপাতত চলতে থাকো, বাকিগুলো আস্তে আস্তে ঠিক হবে।
তার মতো করে বলতে হয়, আমরা এখন যে বিদ্যুত পাচ্ছি তা ১০০ বছর আগের লোকেরা তো পেতো না। হারিকেনই ছিলো তাদের একমাত্র ভরসা। আমাদের যা আছে তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত এই ভেবে যে আগের লোকেরা এতটুকুও পায়নি।
আমরা কারেন্ট ছাড়াই ডিজিটাল বাংলাদেশ গড়ব। যদিও ডিজিটের মূল উপাদান কারেন্ট, আমরা না হয় নতুন কোন উপায়ে ডিজিট তৈরি করা শিখবো। আমি শিওর শেখ হাসিনার সরকার এ ব্যাপারে প্ল্যান করছেন।
Re: ডিজিটাল বাংলাদেশ!!
বাপরে ডিজিটাল বাংলাদেশ উইথআউট ডিজিটস্?
জটিল!
Re: ডিজিটাল বাংলাদেশ!!
যে অবস্থা তাতে হারিকেন দিয়ে কারেন্ট খুজতে হবে।
Re: ডিজিটাল বাংলাদেশ!!
হাতে হারিকেন আছে যখন,তখন বাশ ফিরি।
Re: ডিজিটাল বাংলাদেশ!!
হ্যারিকেন টা কি অপারেটিং সিস্টেমে চলে ?
ফ্রি গেমস্ সফ্টওয়ার উইন্ডোজ স্টাইল
Re: ডিজিটাল বাংলাদেশ!!
জ্বালিয়ে হারিকেন খুজতে হবে কারেন্ট।
নামাজ, রোযা সকল মুসলমানের জন্য ফরজ। সকলে রোযা রাখি, নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি এবং রাসুল(সাঃ)-এর সুন্নাত আদায় করি।
Re: ডিজিটাল বাংলাদেশ!!
এডিটিং টা বেশী ভাল হয় নাই, তবে এডটা জট্টিল হয়েছে। একটা জিনিস বুঝলাম না, এদের কি ধারণা ২০১১ এর মধ্যে বিদ্যুত সমস্যার সমাধান হয়ে যাবে?
জীবন নামক সমুদ্র থেকে যিনি বহু আগেই হারিয়ে গিয়েছিলেন"