সাইফ দি বস ৭ লিখেছেন:আর টি এম এর কি দরকার??
আর সি দিয়েই তো ঢের ভাল আছি!!
আগে ফাইনাল রিলিজ হোক তারপর না তখন বাংগালী বুদ্ধি খাটানো যাবে!!
এখানে "ফাইনাল" রিলিজের ব্যাপারেই আলোচনা হচ্ছে 
almamun লিখেছেন:আমি আরটিএম টার বিশেষত্ব বুঝলাম না। (আমার মাথামোটা মনেকরলে কিছু মনে করবো না। প্রচন্ড সর্দিতে এমনিতেই ওটা ভাল পারফর্মেন্স দিচ্ছে না।)
আরটিএম মানে Release To Manufacturing - বড় বড় ডেভেলপার ফার্মগুলো সফটওয়্যার ডেভেলপ করার জন্য বিভিন্ন রিলিজ সাইকল ব্যবহার করে। সর্বশেষ স্টেজ হলো আরটিএম - প্রোডাক্টটির সব ধরণের ডেভেলপমেন্ট চূড়ান্ত হয়ে গেলে এই স্টেজে আসে। এই স্টেজে উন্নীত হবার পর প্রোডাক্টের উপর আর কোনো কাজ করা হয়না, পুরো ডেভেলপমেন্ট ফ্রীজ হয়ে যায়। এই ফাইনাল রিলিজ বিভিন্ন পিসি ভেন্ডর এবং পার্টনারদের কাছে পাঠানো হতে থাকে। এই রিলিজটাই আগামী অক্টোবরের ২২ তারিখে অফিশিয়ালী চালু করা হবে।
গত ৬ তারিখে এমএসডিএন সাবস্ক্রাইবারদের বিতরণ করার মাধ্যমে উইন্ডোজ ৭-এর ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। এই মাসের শেষের দিকে পিসি ভেন্ডরদের কাছেও রিলিজ করবে।
মজার ব্যাপার হলো, মাইক্রোসফট অগাস্টের প্রথম সপ্তাহ থেকে অফিশিয়াল চ্যানেলে ডিস্ট্রিবিউট করা শুরু করলেও সেই জুলাইয়ের ১৩ তারিখ থেকেই ফাইনাল ভার্সনটি নেটে পাওয়া যাচ্ছে।
শুধু তাই নয়, উইন্ডোজ ৭ রিলিজ হবার আগেই এর জন্য এ্যাক্টিভেটর/ক্র্যাক বেরিয়ে গেছে অনেকগুলো।
Calm... like a bomb.