টপিকঃ বাংলা তারিখ

আমরা বাঙ্গালী হলেও বাংলা তারিখ কজনই বা জানি! বাংলা তারিখ ব্যবহার না করলেও অন্ততঃ সকল বাঙ্গালীর বাংলা তারিখটি জানা উচিত মনে করি। যেহেতু বাংলা তারিখ সবসময় চোখে পড়ে না বা ব্যবহার করা হয় না সেহেতু এটি মনেও থাকে না।

আর সেজন্যই ফোরামে আজকে থেকে পরীক্ষামূলকভাবে বাংলা তারিখ সংযুক্ত হল! ফোরামের উপরে ডান কোনায় আজকের বাংলা তারিখ দেখতে পারবেন। আসন্ন নববর্ষ উপলক্ষ্যে এটি যুক্ত করা হয়েছে:D! এটি এমন জায়গায় রাখা হয়েছে যাতে সহজেই দৃষ্টিগোচর হয় smile


এটি তৈরি করেছে আমাদের বিশিষ্ট পানবিবি এক্সটেনশন কারিগর তারেক হাসান lol tongue

এটির কার্যকারিতা সম্পর্কে আপনাদের মতামত চাই! ঠিকমত তারিখ দেখাচ্ছে কিনা এবং বিভিন্ন সময়জোনে তা ঠিকমত আসছে কিনা জানাবেন অনুগ্রহ করে!

Re: বাংলা তারিখ

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বাংলা তারিখ

Re: বাংলা তারিখ

বাহ, সুন্দর দেখা যাচ্ছে। তারেক ভাইকে ধন্যবাদ।

উন্মাতাল_তারুণ্য'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: বাংলা তারিখ

খুবই ভাল উদ্যোগ। তবে যেহেতু এর কোন ফাংশানালিটি নেই সেহুতু এটার দিকে কেউ ফিরে তাকাবে বলে মনে হয়না। কোন একটা ফাংশানালিটি থাকলে হয়ত বাধ্যহয়েই মনোযোগ দিতে হত। যেমন পোষ্টের তারিখ ইংরেজীর সাথে সাথে বাংলায় থাকলে...

সর্বশেষ সম্পাদনা করেছেন প্রকৃতিপ্রেমিক (১১-০৪-২০০৯ ০৪:৪৩)

Re: বাংলা তারিখ

কাজ ভালো। জায়গাটাও ভালো হয়েছে। এটা কি শুধু ফোরামের সাথেই কাজ করবে নাকি অন্য সাইটেও যোগ করার উপায় আছে?

অ.ট. রাজশাহী ইউনির লোকজন দেখি বেশ একটিভ। টু-থাম্বস-আপ।

Re: বাংলা তারিখ

Re: বাংলা তারিখ

বেশ ভালো কাজ। বাংলা নববর্ষের দিন খুজতে বাংলা ক্যালেন্ডারের খোজ করছিলাম, ঠিক এই সময়ই পাওয়া গেল। ধন্যবাদ এক্সটেনশন কারিগর তারেক হাসান ভাইকে। smile

Re: বাংলা তারিখ

রঙ এর কিছু  difrent করা দরকার ছিল যাতে করে নজরে পরে তারপর ও বলব খুব ভাল উদ্যোগ।

১০

Re: বাংলা তারিখ

দেখা যাচ্ছে। সুন্দর একটি পরিকল্পনা, তারেক হাসান ভাইকে ধন্যবাদ।
আমার খুব কাজে আসবে।

১১

Re: বাংলা তারিখ

বাংলা তািরখ েদেখ খুবই ভাল লাগেলা। কারন েনেট এরকম তািরখ সচরাচর েদখা যায় না। আমার মেন হয় এটাই প্রথম েদলাম।

Brain is the engine of ur mind..but..heart is da engine of ur LiFe

১২

Re: বাংলা তারিখ

তারেক ভাই এটা কি পানবিবির আগের সংস্করণে কাজ করবে ?? যদি করে তাহলে কিভাবে এটা যোগ করা যাবে ?

১৩

Re: বাংলা তারিখ

আজ ২৮ চৈতর। আর মাত্র দুই দিন..... big_smile

১৪

Re: বাংলা তারিখ

আমিও দেখতে পাচ্ছি কিন্তু ফন্টের সাইজ ছোট দেখাচ্ছে। আর একটু বড় হলে ভাল হবে।

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

১৫

Re: বাংলা তারিখ

যে কোনো জায়গায় লাগানো গেলে সমস্ত মন্তব্যের হেডারে পোস্ট করার তারিখের পাশে অথবা ডান দিকে এটা লাগিয়ে দেয়া যেতে পারে ... ... ... চোখে না পড়ে যাবে কৈ lol

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: বাংলা তারিখ

ভাল একটা কাজ হল। আমি অনেকবার বাংলা তারিখ মেইনটেইন করার চেষ্টা করেছি। হয়ত ১০-১৫ দিন মনে থাকে। তারপর খেই হারিয়ে ফেলি।

একটা ব্যাপার। বাংলা তারিখ সূর্যোদয় থেকে শুরু হয়। রাত ১২ টা থেকে নয়।
ওপরের তারিখটা যদি রাত ১২ টায় পরিবর্তে সকালে ৬ টায় (সূর্যোদোয়ের সময়টাতো স্থির না তাই একটা সময় ধরে নেয়া) বা ৫ টায় দেয়া যায় তাহলে খুবই ভাল হয়।:D

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৭

Re: বাংলা তারিখ

ভাল উদ্যোগ আমরা সবাই এটাকে স্বাগ জানাই।
আর আমরা বাঙ্গালী, তাই আমাদের বাংলা তারিখ জানা এবং ব্যবহার করা অতি- জরুরী।
সবজাগায় আমরাই ছরিয়ে দেবো, করি বাংলায় চিৎকার

Blood group = O+ 
কিভাবে ভাল হওয়া যায়?  হিংষা মানুষকে পশু বানায় , লোভ বানায় অন্ধ।
ম্যানপাওয়ার করে বিদেশে যান বৈধ ভাবে এর জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে।

১৮

Re: বাংলা তারিখ

আজকেই জানলাম যে বাংলা তারিখ শুরু হয় সূর্যদয় থেকে big_smile

১৯

Re: বাংলা তারিখ

সামনে নববর্ষ। এরকম একটি শুভ উদ্যোগের জন্য তারেক ভাইকে ধন্যবাদ। নববর্ষ ছাপিয়ে সবসময় বাংলা তারিখের ব্যবহার হোক।

২০

Re: বাংলা তারিখ

উদ্যোগকে স্বাগত জানাই।