টপিকঃ বাংলা তারিখ
আমরা বাঙ্গালী হলেও বাংলা তারিখ কজনই বা জানি! বাংলা তারিখ ব্যবহার না করলেও অন্ততঃ সকল বাঙ্গালীর বাংলা তারিখটি জানা উচিত মনে করি। যেহেতু বাংলা তারিখ সবসময় চোখে পড়ে না বা ব্যবহার করা হয় না সেহেতু এটি মনেও থাকে না।
আর সেজন্যই ফোরামে আজকে থেকে পরীক্ষামূলকভাবে বাংলা তারিখ সংযুক্ত হল! ফোরামের উপরে ডান কোনায় আজকের বাংলা তারিখ দেখতে পারবেন। আসন্ন নববর্ষ উপলক্ষ্যে এটি যুক্ত করা হয়েছে:D! এটি এমন জায়গায় রাখা হয়েছে যাতে সহজেই দৃষ্টিগোচর হয় ।
এটি তৈরি করেছে আমাদের বিশিষ্ট পানবিবি এক্সটেনশন কারিগর তারেক হাসান
।
এটির কার্যকারিতা সম্পর্কে আপনাদের মতামত চাই! ঠিকমত তারিখ দেখাচ্ছে কিনা এবং বিভিন্ন সময়জোনে তা ঠিকমত আসছে কিনা জানাবেন অনুগ্রহ করে!