টপিকঃ শততম পোস্টের শুভেচ্ছা
আমাদের ফোরামের মডারেটর রাগিব ভাইয়ের পোস্টের সংখ্যা আজকে ১০০ পূর্ণ হল। তিনিই এ ফোরামের প্রথম ব্যক্তি যার পোস্টের সংখ্যা ১০০ অতিক্রম করল। তাঁর মোট পোস্টের সংখ্যা এখন পর্যন্ত ১০২। তবে অন্য পোস্টারদের ভয়ের কিছু নেই পুরস্কারের ব্যাপারে।:rolleyes: যেহেতু তিনি মডারেটর, সেহেতু তিনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।
যাহোক, শততম পোস্টের জন্য রাগিব ভাইকে আন্তরিক অভিনন্দন।
what to do?