টপিকঃ কেমন আছেন বন্ধুরা

আমি সাগরনীল, বয়স ৩০, নিবাস বর্তমানে ভারতবর্ষের হলদিয়া নামের এক ছোট্ট বন্দরনগরীতে। পেশায় এক বন্দর কর্মচারী, নেশায় প্রবল গ্রন্থকীট। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশুনা করেছি। লেখালিখি করার সামান্য বদভ্যাস আছে, কবিতা পড়তে খুব ভালোবাসি আর গান শুনতে। শখ অনেক, যাদুবিদ্যা থেকে শুরু করে ছবি তোলা সব ব্যাপারেই কোন না কোন সময় মাথা ঘামিয়েছি মারাত্মক পল্লবগ্রাহিতায়।

আপাততঃ নিজের সম্বন্ধে তেমন কিছু আর মনে পড়ছে না... ভালো থাকুন বন্ধুরা...

Re: কেমন আছেন বন্ধুরা

অভিনন্দন সাগরনীল, মনে হচ্ছে ছদ্মনাম। তাতেও অসুবিধা নেই। যাহোক বেশ প্রতিভাবান আপনি। তা সাহিত্য বিভাগের কবিতাটার মর্মকথা বুঝতে আমাকে সাহায্য করতে পারেন? ঐ কবিতার কিছুইতো আমার মাথায় ঢোকে না।

উইন্ডোজ ঝামেলা করছিল তাই রিইনস্টল দিলাম এই মাত্র। এখন মনে হচ্ছে মাথাটাও রিস্টার্ট করতে হবে। তাহলে বন্ধুরা আজকে বিদায়। কালকে সকালে কথা হবে।

Re: কেমন আছেন বন্ধুরা

ওহ! কে সাগরনীল!
প্রাণ টা জুরাইয়া দিলা দাদা।

Re: কেমন আছেন বন্ধুরা

sagarneel ভাই মাঝে মাঝে আমাদেরকে 2/1 টা যাদু টাদু শেখাবেন কিন্তু  big_smile

আপনি কি david blane এর যাদু দেখেন ?
আমি ওর FAN