টপিকঃ বানাইলাম খিচুড়ি
বাসায় বুয়া গত পরশু পদত্যাগ করেছে। গতকাল ভালই গেছে হোটেলে খেয়েছি। আজ ঘুম থেকে দেরিতে উঠেছি। দুপুরে বেশী ক্ষুধা নালাগায় শুধু পাউরুটি খেলাম। যাহোক বিকেল থেকে যথারীতি ল্যাপটপে মেসেঞ্জারে আড্ডা। তারপর জরুরী কিছু ডাউনলোড করে খেতে গিয়ে দেখি হোটেল আল-মদীনা বন্ধ
সুখ নাইরে পাগল!!!
কিন্তু আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন কোন কিছুতে আমি ভয় পাই না। আমি চ্যালেঞ্জ পছন্দ করি।
বাসায় এসে শুরু করলাম রান্নার প্রস্তুতি। আপনারা জানেন কোন কিছুর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও দিক নির্দেশনা।
তাই নেট ঘেটে রান্না বিষয়ক সাইট খুজলাম। কিন্তু মেয়নেজ, ক্যাপ্সিকাম, ওলিভ গ্রীন, সজেজ, ডায়েট ইয়োগার্ট এসব সমন্ধে বিশেষ জ্ঞান না থাকায় নেট বাদ দিলাম। এরপর আমার বুক সেলফের এক কোনায় সিদ্দিকা কবিরের একটি বই দেখতে পেলাম। এটা আমার বুক সেলফে কিভাবে আসল তা আমার কাছে রহস্য কিন্তু আপনারা জানেন আমি কোন রহস্যের কিনারা নাকরা পর্যন্ত বসে থাকিনা। সেই বইয়ে সহজ কিছু লাগল না। একটা পেলাম কিন্তু উপকরন কম থাকায় তাতে কিছু পরিবর্তন আনলাম। আর আপনারা জানেন আমি অনেক স্বাস্থ্য সচেতন (যদিও ওজন ৯৮ কেজি)।
তো শুরু করলাম রান্না এবং তা এক সময় শেষ হল।
আপনারা বল্লে বিশ্বাস করবেন কিনা হাড়ি পোড়া লাগলে ভিম বার দিয়ে কোন কাজ হয়না।
বানাইতে চাইলাম খিচুড়ি হইয়া গেল ক্ষির
লাইন দিয়া খাইল যত মাস্তান আর ফকির
বল ইল ইল ইল ইল ইল ইল
বিঃদ্রঃ ইহা একটি ফান পোষ্ট