Re: সেনাসদস্যগণের মৃত্যূতে আমরা শোকার্ত
এই বর্বরদের অবশ্যই ফায়ারিং স্কয়ারে মারা উচিৎ। তবে তার আগে এর পেছনে কারা ছিলো সেটা বের করতে হবে।
Re: সেনাসদস্যগণের মৃত্যূতে আমরা শোকার্ত
আমিও এর সুষ্ঠু বিচার চাই।
Re: সেনাসদস্যগণের মৃত্যূতে আমরা শোকার্ত
আমার কানাডায় বসবাসরত ভাইয়ের কাছে শুনলাম যে সাখানকার পত্রিকায় একটা পরিসংখান দিয়েছে সেখানে দেখা যায় যে, বাংলাদেশ আরো একটি ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। একদিনে সেনা কর্মকর্তা হত্যার সংখ্যার দিক থেকে আমরাই প্রথম। প্রথম এবং ২য় বিশ্বযুদ্ধেও এমন রেকর্ড হয়নাই। শাবাশ বিডিআর জোয়ানরা।........ প্লিজ গড়ুন আর কত নেগেটিভ রেকর্ড আছে গড়ার।
Re: সেনাসদস্যগণের মৃত্যূতে আমরা শোকার্ত
আমরা এই্ হত্যার তীব্র নিন্দা জানাই। সেই সাথে আল্লাহ যেন ঐ সকল পরিবারকে শোক কাটিয়ে ওঠার শক্তি দেয় সেই কামনা করি। এর পেছনে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
Re: সেনাসদস্যগণের মৃত্যূতে আমরা শোকার্ত
আশা করি এই হত্যাযজ্ঞের হোতাদের খুঁজে বের করা হবে। আর সব হত্যাকান্ডের মত ধামাচাপা পরবে না।
Re: সেনাসদস্যগণের মৃত্যূতে আমরা শোকার্ত
সেনাসদস্যগণের মৃত্যূতে আমরা শোকার্ত এবং বিশেষ ভাবে সরকারী দলের সদস্যদের প্রতি অনুরোধ বিষয়টি নিয়ে যেন ঘৃণ রাজনীতি করা থেকে বিরত থাকেন।
Re: সেনাসদস্যগণের মৃত্যূতে আমরা শোকার্ত
সেনা সদস্যদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরনীয় ক্ষতি হয়েছে। এ ক্ষতি শুধু সেনা সদস্যদের নয়, বরং সমগ্র দেশবাসীর। আমরা সবার সাথে শোকাভিভূত।