ঠিক তা না! আমার নিজেরই আসলে খুব বেশী জায়গা ভ্রমনের অভিজ্ঞতা নেই। তবে মালয়শিয়ার জন্য এই কয়টা স্থান রেকমেন্ড করতে পারি:
১। লংকাভি - এটা একটা সি বিচ আর সাথে আইল্যান্ড [এটা মিস করা মহাপাপ:)]
২। গেন্টিং হাইল্যান্ড - বিরাট হাইল্যান্ড বা পাহাড় বলা যায়, বিশাল এমুজমেন্ট পার্ক আছে, এখানে গেলে ক্যাবল কার এ চড়া বাধ্যতামূলক।
৩। কুয়ালালামপুর : সুলতান আবদুস সামাদ বিল্ডিং, পেট্রোনাস টুইন টাওয়ার, স্কাই লাইনস, কেএল সিটি সেন্টার...মনো-রেইল এর একপেরিয়েন্সও দারুন হবে।
৪। মালয়শিয়ার প্রধান শপিংমলগুলো না দেখলে ভ্রমনই অপুর্ণ থেকে যাবে, অন্তত Suria KLCC, Bukit Bintang Plaze, Sunway Pyramid এদের একটাও মিস করা যাবেনা। 
৫। পুরাতন ঐতিহ্যবাহী বিল্ডিং আর বাড়িঘর দেখার জন্য মেলাকা ভাল জায়গা। 
৬। পুত্রাজায়া প্রধানমন্ত্রীর অফিস দেখতে যেতে পারেন।
আর ঐতিহ্যবাহী সেলেনগর নগরী আর মসজিদ দেখাও ভাল আইডিয়া। (নিজের জায়গার বিজ্ঞাপন আরকি:P)
মালয়শিয়া ভ্রমনের জন্য বিশাল, লিস্ট করতে থাকলে আর শেষ হবে না, পেনাং, রিডাং আইল্যান্ড, ন্যাশনাল পার্ক...!! আমার অল্প অভিজ্ঞতা থেকে তুলে দিলাম. 
যারা আসতে চান সবাইকে আমন্ত্রন।

এটা এদের জাতীয় খাবার - নাসি লেমাক। নারকেলের দুধ দিয়ে বিশেষ প্রক্রিয়ায় রান্না করা ভাতের সাথে স্পাইস, সেদ্ধ ডিম আর চিকেন দিয়ে এই খাবার পরিবেশন করা হয়। 

[img]http://fixpc.co.za/iplocator/flag.php[/img] Let's Go BIG!! [img]http://g.imagehost.org/0746/biggrin.gif[/img]