Re: শেয়ার বাজারে বিনিয়োগ পদ্ধতি
ভাই, তাহলে এই দিয়ে কাজ হবে বলে মনে হয় না। কারণ আমরা দেশের মার্কেটরই খবর রাখতে পারি না। নিউইয়র্ক স্টক একচেঞ্জের খবর কে রাখবে।
তাছাড়া কয়দিন পরে শেয়ারটি বেচতে পারবেন তা নির্ভর করে ক্যাটাগরির উপরে। এ ক্যাটাগরি শেয়ার ৪র্থদিনে বিক্রয় করা যায় তবে জেড ক্যাটাগরি ৭ম দিনে।
যদি সফটওয়্যারটি ফ্রি হয় এবং পিএইচপি দিয়ে করা হয় তাহলে সফটওয়্যারটি নিতে পারেন। সেক্ষেত্রে আমি আমাদের দেশের মার্কেটের জন্য পরিবর্তন করে নেব।
ধন্যবাদ।
Re: শেয়ার বাজারে বিনিয়োগ পদ্ধতি
শেয়ার বাজারের চার্টে ট্রেড ভ্যলু (মিন) ভলিউম এই কলাম গুলো দিয়া কি বোঝায়
Re: শেয়ার বাজারে বিনিয়োগ পদ্ধতি
কোডার ভাই, আপনার পোস্টটি স্বার্থক করতে হলে এটার পরবর্তি আপডেট প্রকাশ করুন। কেননা আপনার উল্লেখিত তথ্যের বাইরেও আরো অনেক কিছু জানার আছে। আর আপনার অভিজ্ঞতা ফোরামের সদস্যদের সাথে শেয়ার করলে আমরা অনেকেই উপকৃত হব
Re: শেয়ার বাজারে বিনিয়োগ পদ্ধতি
হাঙ্গারীকোডার ভাইকে ধন্যবাদ এরকম অসাধারণ একটি লেখা দেওয়ার জন্য। সত্যিই বেসিক জানার জন্য লেখাটি অসাধারণ।
Re: শেয়ার বাজারে বিনিয়োগ পদ্ধতি
আমার কয়েক জন দোস্ত আছে...তাদের বাসায় নেট লাইন শুধু শেয়ার বাজারের আপডেট দেখার জন্য...
শামীম ভাই তো অনেক জটিল প্রশ্ন মাথায় ঢুকাইয়া দিলেন...
এর উত্তর কেউ কি জানে ?
Re: শেয়ার বাজারে বিনিয়োগ পদ্ধতি
শামীম ভাই, তাহলে কি মাল মুহিত আংকেল যে "বদ্ধ উণ্মাদ" গালিটা দিয়েছিলেন সেটাই কি সই?
আমি অবশ্য শেয়ার ব্যবসায়ী না। আমার দুই জন কলিগ আছেন সারাক্ষণ কানের কাছে শেয়ার ব্যবসা নিয়ে ব্যাগর ব্যাগর ব্যাগর ব্যাগর করে, আর লাভ-ক্ষতি হিসেব কষে ১৫-২০ মিনিট পর পর। অফিসে এসে পিসি অন করেই ডিএসই-র ওয়েবসাইটে ঢুঁ মারে। দুই জনে আবার এক্সেল ফাইলও একটা মেইনটেইন করে। কিন্তু গত দুই দিনে তাদের কান্না-মুখো চেহারা-সুরত একেবারে দেখার মত হয়েছিল।
৫২ ১১-০১-২০১১ ০৭:৪৯ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (১১-০১-২০১১ ২০:৪৮)
Re: শেয়ার বাজারে বিনিয়োগ পদ্ধতি
Re: শেয়ার বাজারে বিনিয়োগ পদ্ধতি
Re: শেয়ার বাজারে বিনিয়োগ পদ্ধতি
যদিও আমার শিয়ার ব্যবসা জোয়া মনে হয় কিন্তু আপানি কষ্ট করে লিখেছেন কারো না কারো কাজে দেবে
ধন্যাবাদ