Re: শেয়ার বাজারে বিনিয়োগ পদ্ধতি
কিসের share কিনলা?আমিও কিনতে চাই but সাহস পাই না....।
সাহস ও ঝুঁকি নেয়ার ক্ষমতা এ মার্কেটে ঢোকার প্রথম যোগ্যতা।
what to do?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » শেয়ার বাজারে বিনিয়োগ পদ্ধতি
কিসের share কিনলা?আমিও কিনতে চাই but সাহস পাই না....।
সাহস ও ঝুঁকি নেয়ার ক্ষমতা এ মার্কেটে ঢোকার প্রথম যোগ্যতা।
কি আর করা আমার যোগ্যতাই নাই..........
চমৎকার.....
@হাঙ্গরিকোডার (y)
borna লিখেছেন:কিসের share কিনলা?আমিও কিনতে চাই but সাহস পাই না....।
সাহস ও ঝুঁকি নেয়ার ক্ষমতা এ মার্কেটে ঢোকার প্রথম যোগ্যতা।
১০০%সহমত। প্রচুর অলস সময়, মায়া বিহীন টাকা, সাহস ও ঝুঁকি
প্রচুর অলস সময়, মায়া বিহীন টাকা, সাহস ও ঝুঁকি
প্রথম দুটোর সাথে সম্পূর্ণ বৈপরিত্য প্রকাশ করছি।[-X
১০০%সহমত। প্রচুর অলস সময়, মায়া বিহীন টাকা, সাহস ও ঝুঁকি
টাকার প্রতি আমরা মায়া দেখাই। টাকাকে যত্ন করে রাখি যেন হারিয়ে না যায়। কিন্তু টাকা আমাদের প্রতি কোন মায়া দেখায় না। সর্বদা আমাদের কাছ থেকে চলে যেতে যায়। সুতরাং, সবার উচিত টাকার প্রতি কোন মায়া না করে সব টাকা আমাকে দিয়ে দেয়া।
কি আর করা আমার যোগ্যতাই নাই..........
সহমত।:D
কোডার, আপনি লেখাটা ধারাবাহিক করেন এবং এগিয়ে যান। আমি একসময় পড়ে নেব। এখন দেশের বাজার সম্পর্কে তেমন আগ্রহ নেই (আগে ছিল কিন্তু তখন আপনার লেখাটা ছিলনা।)
আউল লিখেছেন:১০০%সহমত। প্রচুর অলস সময়, মায়া বিহীন টাকা, সাহস ও ঝুঁকি
টাকার প্রতি আমরা মায়া দেখাই। টাকাকে যত্ন করে রাখি যেন হারিয়ে না যায়। কিন্তু টাকা আমাদের প্রতি কোন মায়া দেখায় না। সর্বদা আমাদের কাছ থেকে চলে যেতে যায়। সুতরাং, সবার উচিত টাকার প্রতি কোন মায়া না করে সব টাকা আমাকে দিয়ে দেয়া।
মায়া বিহীন টাকা তাদের কাছে থাকে যারা - বিনা পরিশ্রমে - বিনা কষ্টে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে.............।
কডার ভাই আপনার SHARE এর িক খবর?
কডার ভাই আপনার SHARE এর িক খবর?
নিশ্চয় ধরা খেয়ে আছেন।
borna লিখেছেন:কডার ভাই আপনার SHARE এর িক খবর?
নিশ্চয় ধরা খেয়ে আছেন।
এখন তো শেয়ার মার্কেটে ঈদ চলছে। যার টাকা আছে শুধু চোখ বন্ধ করে কেনার দিন। আর আমার শেয়ার এর দাম এখন কিছুটা কম। তবে যে উদ্দেশ্যে কিনেছি সে সময় এখনো আসেনি। তাই এখনই এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। মাথা ঘামাচ্ছি, টাকা পাব কোথায়?
সত্য কথা - যার টাকা আছে শুধু চোখ বন্ধ করে শেয়ার কেনার দিন।
সত্য কথা - যার টাকা আছে শুধু চোখ বন্ধ করে শেয়ার কেনার দিন।
এত কিনলে বিক্রি করবে কখন। বেশি কিনে পরে দেখা যাবে পথের ভিখারী। =))
বেশি কিনে পরে দেখা যাবে পথের ভিখারী হবে যার টাকা কম, সুতরাং যার মায়া বিহীন বেশী টাকা আছে শুধু চোখ বন্ধ করে তারা শেয়ার কিনতে পারে । আর বিক্রীইবা করবে কেন?
হচ্ছে.
পরে একসময় ভালো করে কোডার ভাইয়ের পরামর্শগুলো পড়ে দেখব। আমার অর্থনীতি ক্লাসে এখন স্টক এক্সচেঞ্জ খেলছি তো তাই (virtually অবশ্যই)। এটা মজার আছে। আপনারাও দেখতে পারেন।
এমন করা যায় না, প্রজন্মের একটা ভার্চুয়াল স্টক এক্সচেঞ্জ গেম শুরু করা যেতে পারে এই ওয়েবসাইট থেকে। কি বলেন?
পরে একসময় ভালো করে কোডার ভাইয়ের পরামর্শগুলো পড়ে দেখব। আমার অর্থনীতি ক্লাসে এখন স্টক এক্সচেঞ্জ খেলছি তো তাই (virtually অবশ্যই)। এটা মজার আছে। আপনারাও দেখতে পারেন।
এমন করা যায় না, প্রজন্মের একটা ভার্চুয়াল স্টক এক্সচেঞ্জ গেম শুরু করা যেতে পারে এই ওয়েবসাইট থেকে। কি বলেন?
ভাইরে এইটা নিয়েই তো কাজ করার চেষ্টা করছি। কিন্তু আরও দুই একজন ডেভেলপার হলে ভাল হত। একটা সিমুলেশন/গেম হলে সত্যিই জটিল হত।
ভাইরে এইটা নিয়েই তো কাজ করার চেষ্টা করছি। কিন্তু আরও দুই একজন ডেভেলপার হলে ভাল হত। একটা সিমুলেশন/গেম হলে সত্যিই জটিল হত।
সিমুলেশন/গেম কি ধরনের অর্থনীতি?
কোডার ভাই বা সমন্বয়কদের কেউ অনুমতি দিলে আমি এখান থেকে একটা প্রজন্ম স্টক এক্সচেঞ্জ গেম চালু করতে পারি। অবশ্য আপনারা সমন্বয়কদের কেউও চালু করতে পারেন। এতে মনে হয় আরেকটা প্রতিযোগিতা শুরু হতে পারে যা আরেকটি মাত্রা যোগ করতে পারে প্রজন্মে।
বিষয়টা আমার নিজ ধারণা। কেউ দ্বিমত পোষণ করলে কিছু মনে নিব না।
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » শেয়ার বাজারে বিনিয়োগ পদ্ধতি
০.০৯৬৪০৬৯৩৬৬৪৫৫০৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.৫৬৯২৮৭২৪৮৯৮৬ টি কোয়েরী চলেছে