টপিকঃ Plese give me a good advise
এটা আমার প্রথম লেখা তাই ভুল হলে ক্ষমা করবেন।
H.S.C. পরীক্ষা দিয়ে অন্য সবার মত ভর্তি যুদ্বে লিপ্ত হলাম but chance পেলাম না। নিজেকে হতাশ মনে হয়। অন্য দিকে আমার প্রাইভেট ইউনিভারসিটিতে পড়ার ইচ্ছে নেই। বন্ধুরা বলে প্রাইভেট ইউনিভারসিটিতে ভর্তি হ, না হলে পস্তাবি। সত্যি কথা বলতে ঐ প্রাইভেট জিনিষটা আমার ভাল লাগে না। তাদের culture-এ অনেক সমস্যা, সবচেয়ে বড় কথা আমি Aultra Modern না আর ঐ culture টা পচ্ছন্দ করি না। সেসব কথা থাকুক। বর্তমানে উচ্চশিক্ষার জন্য আমি দেশের বাহিরে যেতে চাই। আমার পছন্দের দেশের মধ্যে আছে Australia,Cypress,Newseland,Sewden,Swezerland&U.S.A.
কোন দেশের শিক্ষা ব্যবস্থা কেমন তা ভালভাবে জানিনা। একেক consulted farm একেক কথা বলে, কারো সাথে কারো কথার মিল নাই। ভাই কারো যদি এসব দেশের BBA Course,Tution Fee,Job Fcility,PR,Sclorship সম্পর্কে জানা থাকে দয়া করে জানাবেন। বিশেষ করে Australis,Newseland,Sewden,U.S.A. দেশ সম্পর্কে জানালে খুবই খুশি হব।