বাপ্রে! এ্যাতদিন আগের তোলা ছবি বের হল কিভাবে
১ ২৩-০৭-২০২০ ১৯:১৭
Re: নদী ও নৌকা (৭১ উত্তর, পোস্ট করা হয়েছে আলোকচিত্র)
২ ২৩-০৭-২০২০ ১৯:১১
Re: অরণ্য – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ) (৫ উত্তর, পোস্ট করা হয়েছে সাহিত্য-সংস্কৃতি)
এত চমৎকারে সংক্ষেপে কাহিনী বলা যায় ।
৩ ২৩-০৭-২০২০ ১৯:০১
Re: বৃষ্টির দিনের ছবি (ভেজা ফুল লতা পাতা) মোবাইলগ্রাফী-৪১ (৭ উত্তর, পোস্ট করা হয়েছে আলোকচিত্র)
৬, ১১ নং কী ফুল?
৭ নংটা দারুন লেগেছে।
৪ ২৩-০৭-২০২০ ১৮:৫৮
Re: খুব কম মানুষই পারে লোভ সংবরণ করতে.... (৩ উত্তর, পোস্ট করা হয়েছে বটগাছ)
আপনি হুন্ডা কিনছিলেন?
এই অসুখের ঔষধ কী হতে পারে?
৫ ০৪-০১-২০১৪ ১৪:৫৪
Re: গওহর খান-বিগ বস ৭ এর উইনার (৩৬ উত্তর, পোস্ট করা হয়েছে সাহিত্য-সংস্কৃতি)
বিনোদনের ধারণা একেকজনের একেক রকম - সত্যি বলতে কি এই ধরণের প্রোগ্রাম আমার বিরক্ত লেগেছে। তবে দ্যা ডেডলকের যুক্তি'র মতই একটা সিম্পল যুক্তি চাইছিলাম। কিন্তু সেগুলো না করে এদিন সেদিক বিভিন্ন কথা বলা হয়েছে এ্যাতক্ষণ, এবং অভি নামক সদস্য উল্টা আমার আগের মন্তব্যটিকে "হুদাই ত্যানা প্যাচানো" বলে মাইনাস দিয়েছেন (আই ডোন্ট মাইন্ড ইন মাইনাস!) -- সম্ভবত স্টাডি করে নিশ্চিত হওয়ার প্র্যাকটিসটাকে ওনার ত্যানা প্যাচানো মনে হয়েছে। নিজের কাজকে নিয়ে প্রশ্ন করাটাকে কেউই পছন্দ করে না দেখি - হোক সে লজিকাল কিংবা শিশুসুলভ।
বয়সটা খারাপ - এ মাসে ৪০ পুরা হবে - আজ থেকে ফোরামের কোনো তুচ্ছ বিষয়ে কিচ্ছু ঘামাবো না। অ্যাডমিন নামক অভিশপ্ত জিনিষটা থেকে আসলেই মুক্তি চাই। শেষ কাজ হিসেবে এই টপিক সহ ডেডলকের কমেডি নাইটের টপিকটি সাহিত্য বিভাগে নিয়ে আসছি।
৬ ০৪-০১-২০১৪ ১৪:৪৫
Re: ফোরামে "১৮ ++ পাতা " নামক বিভাগ চাই :P :P (৯ উত্তর, পোস্ট করা হয়েছে হাসির বাক্স)
ইয়ে, এটাতে হাসির কিছু পাইলাম না (হাসির বাক্স বিভাগের পোস্ট)।
FYI: ফোরাম সংক্রান্ত পরামর্শ দেয়ার জন্য আলাদা বিভাগ রয়েছে।
৮ ০৪-০১-২০১৪ ০০:৪৩
Re: কিছু গুরত্বপুর্ন কথা (১৩ উত্তর, পোস্ট করা হয়েছে অভ্যর্থনা কক্ষ)
ফোরামে স্বাগতম।
ব্যক্তিগতভাবে বোল্ড করে লেখার মত গুরুত্বপূর্ণ কিছু মনে হয় নাই। বাংলা বানানের দিকে নজর দিন, তাতে আপনার খবরের পাঠকদের অনেক উপকার হবে।
১০ ০৩-০১-২০১৪ ২১:৩৫
Re: আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩ (২৮৪২২ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
১২ ০৩-০১-২০১৪ ০১:২২
Re: মেগা টপিকঃ বর্তমান প্রেক্ষাপটে আমাদের নিরপেক্ষ ভাবনা (১৮২ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
১৩ ০২-০১-২০১৪ ২২:৪১
Re: মেগা টপিকঃ বর্তমান প্রেক্ষাপটে আমাদের নিরপেক্ষ ভাবনা (১৮২ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
১৫ ০২-০১-২০১৪ ১৬:০২
Re: বাসে আগুন দিতে গিয়ে ধরা (৮ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
এদের গায়ে এবং সম্পত্তিতে পেট্রল দিয়ে আগুন দেয়া উচিত।
১৬ ০২-০১-২০১৪ ১২:৪৫
Re: মেগা টপিকঃ বর্তমান প্রেক্ষাপটে আমাদের নিরপেক্ষ ভাবনা (১৮২ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
ঐ ১৫৪টা সিটের অন্তত একটাতে আপনি দাঁড়ালেও সেটাতে মানুষ ভোট দিতে আসতো। আরেকটাতে আমি দাঁড়ালে সেখানেও ভোট হত। এভাবে ১৫৪টাতে আরো প্রার্থী দাড়ালেই সেগুলোতে ভোট হবে। প্রার্থী না দিয়ে অটোপ্রমোশনের সুযোগ করে দিয়ে আবার ন্যাকা কান্নার কারণ কী? যত্তসব
জামাতে ইসলাম পার্টির সকলে রাজাকার বা যুদ্ধাপরাধী -- এরকম অভুতপূর্ব তথ্য কোথায় পেলেন? পানি ঘোলা করার চেষ্টা করে লাভ নাই -- যারা যুদ্ধাপরাধী তাদের বিচার হবেই; ম্যাক্সিমাম জামাতে আছে, এছাড়া বিএনপি আর আলীগেও আছে।
আমি নিজেও অযোগ্য জামাতের নেতার আলীগে যোগদানে হতভম্ব! গালিও দিয়েছি।
এবার আপনার জন্য কুইজ: পৃথিবীর কোন কোন দেশে (গণতান্ত্রিক বা অন্যকিছু যাই হোক) তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়? গণতন্ত্রের ধারক বাহক দাবীদার দেশগুলোতে কীভাবে নির্বাচন হয়?
১৭ ০২-০১-২০১৪ ১২:০৯
Re: মেগা টপিকঃ বর্তমান প্রেক্ষাপটে আমাদের নিরপেক্ষ ভাবনা (১৮২ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
১৮ ০২-০১-২০১৪ ১১:৫৮
Re: আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৩ (২৮৪২২ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
তিন পোস্টে একই লিংক! তা-ও যদি কোনো নাম জানা নিউজপেপার হত
হেডারে (টাইটেল) ‘Hobbit’ beats ‘Wolf’ at US Box Office -- এই কথার মানে কী? এমনই নিউজপেপার যে একটা ছোট ইংরেজি খবর সেই ওয়েবপেজের হেডার হয়ে যায় .... ...
১৯ ০২-০১-২০১৪ ১১:৫৬
Re: মেগা টপিকঃ বর্তমান প্রেক্ষাপটে আমাদের নিরপেক্ষ ভাবনা (১৮২ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
২০ ০২-০১-২০১৪ ১১:৫০
Re: বাসে আগুন দিতে গিয়ে ধরা (৮ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
খুবই নিন্দনীয় ঘটনা। তবে এটা কি গ্রহণযোগ্য কোনো নিউজপেপারে আসে নাই?
দেশের এই পরিস্থিতিতে যার যার প্রতিপক্ষকে খতম করার খেলায় (ঘোলা পানিতে মাছ শিকার?) মেতেছে। পুলিশ আছে দৌড়ের উপর -- ওদের রেস্ট নেয়ারও সুযোগ নাই।