২১

(৭ উত্তর, পোস্ট করা হয়েছে মুঠোফোন)

পরিশ্রমী পোস্টের জন্য সাধুবাদ  thumbs_up

২২

(৮ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)

অনেকদিন পর আপনার পোস্ট পেলাম। অভিনব এবং চমৎকার  thumbs_up

২৩

(১৮২ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)

২৪

(৫ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)

২৫

(১৩ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)

হ্যাপি পেটে লাত্থি ... ... অবরোধ  hairpull

২৬

(৫ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)

নিরুত্তাপ আলিঙ্গন বুঝলাম, তুমি-আমি বুঝলাম (হয়ত), বয়স বেড়েছে - তাও বুঝলাম, কিন্তু কান্নাকাটির ব্যাপারটা বুঝি নাই।  sad

২৭

(১৮২ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)

২৮

(১৮ উত্তর, পোস্ট করা হয়েছে দৈনন্দিন)

পরিচিত একজন রিসেন্টলি ক্যাশের প্রয়োজনে সনাতন গোল্ডের কিছু গয়ণা বিক্রয় করেছিলো (স্বর্ণকারের কাছে)। দামটা তখন আরেকটু বেশি ছিল (সনাতন গোল্ড কিন্তু এখন নিষিদ্ধ বস্তু ;-) )। এখন এই রেট পেয়েও দেখছি একটু খারাপ অবস্থা।

চিন্তা করেন একটা সোনার ডিম কয় ভরি (=তোলা) হতে পারে? এক ভরি ২৫ হাজার করে ধরলেও মাসে ৩০ ভরি সাড়ে ৭ লাখ টাকা --- এর পরেও চাষী গরীব-ই থেকে গেলে সেটা একটা গ্রেট জোক ইনডিড!  roll
hairpull

কনসেপ্ট অনুযায়ী গল্পটা ওকে। কিন্তু সোনার ডিমের বদলে রূপার ডিম বললেও কিছুটা মানাতো ... যাক, মেটালিক ডিমের ব্যাপারটাই যখন অলীক বিষয় তখন এই নিয়ে আর কথা না বাড়াই ... ...

২৯

(১৮ উত্তর, পোস্ট করা হয়েছে দৈনন্দিন)

৩০

(১২ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)

দারুন কিউট বাবু। এখনকার বাবুদের মতই পাকনা বুড়ি ... ...

৩১

(৯ উত্তর, পোস্ট করা হয়েছে আলোকচিত্র)

৩৩

(২৮৪২২ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)

অভিনন্দন!
গোল্ডেন এ প্লাস উপলক্ষে মিষ্টি কিংবা ঝাল চাই

৩৪

(৭ উত্তর, পোস্ট করা হয়েছে দৈনন্দিন)

মানে বলতে চা্চ্ছেন
জাহিদ সোহাগ  = মাওলানা শরীফ মুহাম্মাদ
?

আপনার দেয়া নাম দেখেই তো সূত্র (লিংক) উল্লেখ করতে বলেছিলাম। নিজের লেখা হলে সেটা উল্লেখের প্রয়োজন নাই। নতুবা আরেকটি পত্রিকায় প্রকাশিত লেখা পূণঃপ্রকাশে অন্তত ব্যকলিংক দেয়া দরকার। সবচেয়ে ভাল হয়, সরাসরি ব্যাকলিংক দিয়ে কোনো টেক্সট অনুমতি ব্যতিরেকে পূণঃপ্রকাশ না করা।

৩৫

(৭ উত্তর, পোস্ট করা হয়েছে দৈনন্দিন)

৩৬

(১৩ উত্তর, পোস্ট করা হয়েছে চারুকলা)

হুম .... বেশ ভাল।

৩২ নম্বরটা ডাউনলোডের ছবি  lol

৩৭

(৭ উত্তর, পোস্ট করা হয়েছে দৈনন্দিন)

আরেকজনের লেখা শেয়ার করার জন্য সেটার লিংক দেয়াই যথেষ্ট। এই লেখাতেও সূত্র নাই। বাংলাদেশ সময় বিকাল ৪ টার মধ্যে সূত্র না দিলে এটাও হাঁসের পেটে যাবে। (এখন বাংলাদেশ সময়: দুপুর ২টা ৪৫মি:)। ধন্যবাদ।

পার্টিশনিং এবং ড্রাইভের নামকরণের স্কিমের এই টিউটোরিয়ালটা বেশ দরকারী রেফারেন্স হিসেবে কাজ করবে বলে আশা করছি। তবে লেখার মাঝে কোন সিস্টেম কত স্মার্ট এই বিষয়টা ডিক্লেয়ার না করে ডিসিশন নেয়ার ভার পাঠকের উপর ছেড়ে দিলেই মনে হয় ভাল হবে।

আরেকটা বিষয় জানতে চাই, দুইটা সিস্টেমে সর্বোচ্চ কতগুলো ড্রাইভ সাপোর্ট করতে পারে A - Z এই ২৬টার বেশি ড্রাইভ কি উইন্ডোজে সম্ভব? লিনাক্স সিস্টেমে সম্ভব?