এভাবে এখানে না লিখে আপনি কোনো ফ্রিল্যান্সিং সাইট থেকে কাউকে হায়ার করতে পারেন তবে এই প্রাইসে ভালো সাড়া পাবেন কিনা জানি না। অন্যদিকে শুধু কনটেন্ট নয়, আরো আনুষঙ্গিক বেশ কয়েকটি বিষয় বলা আছে। সেগুলোও ঠিক করতে হবে।
১ ১৫-১০-২০১৫ ২২:০৫
Re: অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করিয়ে দিতে হবে , পোস্ট লিখে । (২ উত্তর, পোস্ট করা হয়েছে কর্ম খালি আছে)
২ ১৫-১০-২০১৫ ২২:০২
Re: ছোট্ট জীবনে ভ্রমণ করা স্থানগুলো (পর্ব-১১) (৮ উত্তর, পোস্ট করা হয়েছে ভ্রমণ)
সুন্দর ছবি। তবে অনুভূতির প্রকাশ আরেকটু বেশি হলে ভালো লাগতো।
৩ ১০-১০-২০১৫ ২১:১৩
Re: পাশবিক- মাসুদ রানা (২ উত্তর, পোস্ট করা হয়েছে সাহিত্য-সংস্কৃতি)
আমি প্রথম খণ্ড পড়ে শেষ করলাম। অন্য বইগুলোর মতোই টানটান উত্তেজনা।
মাসুদ রানা নতুন যুগে প্রবেশ করলো। এই প্রথম দুজন লেখক যৌথভাবে লিখলেন মাসুদ রানা। মূল লেখাটা সম্ভবত কাজী মায়মুর হোসেনের, পরে সেখানে কাজী আনোয়ার হোসেন ফাইনাল টাচ দিয়েছেন। মায়মুরও যথেষ্ট ভালো লিখেন। কাজীদা না থাকলেও আশা করি মাসুদ রানার সমাপ্তি ঘটবে না।
৪ ১০-১০-২০১৫ ২১:১২
Re: মিরসরাই-কক্সবাজার পর্যন্ত ২৮৫ কিঃমি সড়কে কক্সবাজার হয়ে উঠবে দেশি-বিদে (১ উত্তর, পোস্ট করা হয়েছে অর্থনীতি)
আগে হোক।
৫ ০৯-১০-২০১৫ ০০:৫৭
Re: প্লীজ সাহায্য করুন [AdSense] (৪ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
তারা যেহেতু একটা নোটিশ দিয়েছে, সম্ভব হলে সাইট ওপেন করুন। নইলে নতুন কোনো সাইট খুলে সেখানে ১৫-২০টা আর্টিক্যাল রেখে সেখানে অ্যাডসেন্স ব্যবহার করুন।
৬ ০৯-১০-২০১৫ ০০:৫৬
Re: বয়স অনুযায়ী কত ওজন হওয়া উচিত? (১ উত্তর, পোস্ট করা হয়েছে জানা-অজানা)
Follow this one: http://www.disabled-world.com/artman/pu … eens.shtml
৭ ০৮-১০-২০১৫ ১৪:২২
Re: প্লীজ সাহায্য করুন [AdSense] (৪ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
আপাতত কোনো ক্ষতি হবে না। তবে অন্য কোনো সাইটে অ্যাড ব্যবহার করতে পারেন।
৮ ০৮-১০-২০১৫ ১৪:২০
Re: দিন বদলের হাওয়ায় বদলে যাচ্ছে ডাক বিভাগ (৫ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ডাকবিভাগ এসব ক্ষেত্রে খুব দেরিতে কাজ শুরু করলো। প্রতিযোগিতার বাজারে একবার ক্রেতা হারালে পুনরায় ফিরে পাওয়া কষ্টকর। যা হোক, আশা করবো, ডাকবিভাগ দ্রুতই তাদের হারানো অবস্থান ফিরে পেতে সক্ষম হবে।
৯ ০৬-১০-২০১৫ ১৬:৫৯
Re: লজ্জার তিন অবস্থা হাহাহা........ (১৪ উত্তর, পোস্ট করা হয়েছে আলোকচিত্র)
ইজ্জত এভাবে পাংচার করে দিলেন!
১০ ০৪-১০-২০১৫ ১৪:৫৩
Re: ওজন বাড়ানো এখন হাতের মুঠোয়। (৭ উত্তর, পোস্ট করা হয়েছে জানা-অজানা)
আমার ওজন এখন হর হর করে বাড়তেছে সাথে পেটে চর্বি জমে যাচ্ছে। এখন কি করনীয়?
নিয়মিত হাঁটুন, ব্যায়াম করুন। এর বিকল্প নেই। মিষ্টিজাতীয় খাবার পুরোপুরি বাদ দিন।
পেটের চর্বি কমানোর জন্য এই লিংকের ব্যায়ামগুলো করুন: https://www.pinterest.com/pin/295900637993860780/
১১ ০২-১০-২০১৫ ০১:২৪
Re: অ্যাডসেন্স এর টাকা কইদিন লাগে ব্যাংকে জমা হতে । (৩ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
রেট দিয়েছে ৭৫+
৭৫+ মাত্র!
১২ ২৯-০৯-২০১৫ ২০:৪৪
Re: মহাভারতের কথা (২ উত্তর, পোস্ট করা হয়েছে সাহিত্য-সংস্কৃতি)
এই বইটা ছোটদের জন্যই বেশি উপযুক্ত, কিন্তু অনেক ডিটেইলস এতে বাদ পড়েছে সঙ্গত কারণে। বড়রা পড়তে চাইলে রাজশেখর বসুর 'মহাভারত' পড়তে পারেন- বেশ কিছু ডিটেইলস আছে সেখানে।
১৩ ২৯-০৯-২০১৫ ০৯:১৭
Re: পিয়াইন নদীতে সূর্যাস্ত (৪ উত্তর, পোস্ট করা হয়েছে আলোকচিত্র)
পিয়াইন নদী সবচেয়ে সুন্দর সিলেট থেকে বাদাঘাট যাওয়ার পথে। এ এক অপূর্ব রাস্তা ও নদী!
আপনার ছবিগুলো সুন্দর।
১৪ ২২-০৯-২০১৫ ১৭:৪৭
Re: ফ্রী হোস্টিং কোনটা ভালো ?? (১৩ উত্তর, পোস্ট করা হয়েছে ট্রাবলশুটিং)
গুগলে পেলেই কমেন্ট করতে হয়? প্রাসঙ্গিক না হলে পুরনো পোস্টে সাধারণত কমেন্ট করে না কেউ- ফোরামের এসব আদবকেতাও তো একটু গুগল করতে হয় ভাই।
১৫ ২২-০৯-২০১৫ ১৭:৪৫
Re: বিভিন্ন জেলা যে জিনিসে বিখ্যাত (১০ উত্তর, পোস্ট করা হয়েছে জানা-অজানা)
টপিকের শিরোনাম 'যে জিনিসে বিখ্যাত' আবার মূল পোস্টে লিখেছেন খাবারের কথা; যদিও ভেতরে আবার খাবার ছাড়াও অনেককিছু আছে। সুতরাং পোস্টের প্রথম লাইনটা ঠিক করে দিন।
নেত্রকোনা আরও চারটি কারণে বিখ্যাত - পাটের ফলন, মাছের উৎপাদন, হাওর ও চীনামাটি।
১৬ ২২-০৯-২০১৫ ১৭:৪৩
Re: হার্ডডিক্স সমস্যা, সাহায্য করুন। (১৩ উত্তর, পোস্ট করা হয়েছে ট্রাবলশুটিং)
আপনার সমস্যার ব্যাপারে কিছু বলতে পারছি না। তবে ব্যাড সেক্টর হার্ড ডিস্ক ব্যবহার না করাই ভালো। ভবিষ্যতে হুট করে সব ডেটা হারিয়ে ফেলতে পারেন।
১৭ ২১-০৯-২০১৫ ২১:৩৪
Re: লিনাক্স কমিউনিটি ফোরামের ঠিকানা পরিবর্তন (৭ উত্তর, পোস্ট করা হয়েছে লিনাক্স)
এই ফোরাম কি আদৌ স্থায়ী হবে? যেভাবে দুদিন পরপর বাসা বদলাচ্ছে, স্থায়ী ঠিকানা তো একটা দরকার। পুরনো লেখাগুলো কি আছে? নাকি সব নতুন করে তৈরি করতে হচ্ছে?
১৮ ২১-০৯-২০১৫ ২১:৩৩
Re: আজ আমাদের জলকণা'র জন্মদিন (২২ উত্তর, পোস্ট করা হয়েছে দৈনন্দিন)
জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকুন সবসময়।
১৯ ২১-০৯-২০১৫ ২১:৩২
Re: ফ্রী হোস্টিং কোনটা ভালো ?? (১৩ উত্তর, পোস্ট করা হয়েছে ট্রাবলশুটিং)
ভাই 000webhost ব্যাবহার করতে পারেন। তবে সমস্যা আছে, একাউন্ট চালু হতেই কয়েকদিন লেগে যায়। তবে এটাই এ জাবতের সবচাইতে ভালো ফ্রী হোস্ট।
আপনি তিন বছরের পুরনো পোস্ট হঠাৎ করে জাগিয়ে তুললেন কী মনে করে?
২০ ১৬-০৯-২০১৫ ১৩:৪৬
Re: এক ফোঁটা পরিবেশ প্রকৌশল - ভূগর্ভে ময়লা পানি নিষ্কাশন (১০ উত্তর, পোস্ট করা হয়েছে বিজ্ঞান)
বাহ, সুন্দর সিস্টেম। বাংলাদেশে কোথাও কি এ ধরনের সিস্টেম ব্যবহার করা হয়?