জলকনা হঠাৎ হঠাৎ দিলেন কেমন ছবি,
চোখের দোষে যতই খুঁজি দেখছি লেখা সবি।
১ ২৫-০৭-২০২১ ২৩:৪৮
Re: ছবি উক্তি (৪ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
২ ০৩-০৭-২০২০ ০২:৩২
Re: গাছ-গাছালি; লতা-পাতা (৫২ উত্তর, পোস্ট করা হয়েছে আলোকচিত্র)
উল্টাপাল্টা খুজতে হলে, আসতে হবে এইখানে,
মরুভূমির জলদস্যূ, গাছ ছড়ালো মরুদ্যানে ...
৩ ২৫-০৬-২০২০ ২৩:২৫
Re: চলো যাই বেড়াতে (৬ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
ঘুরতে হলে লাগবে টাকা,
জোগাড় হলে ছুটি;
দেখবো সেথা ঠান্ডা কত,
বাঁধবে যেতে জুটি?
৪ ২০-০৭-২০১৮ ১১:০০
Re: আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৪ (৯৮১ উত্তর, পোস্ট করা হয়েছে বিবিধ)
ক্ষণেই হলে স্বপ্নপরী, ক্ষণেই প্রিয়ংবদা,
পরক্ষণেই পেত্নী কালী, মত্ত হাতে গদা!
৫ ২৪-১১-২০১৭ ২১:৩৭
Re: ছন্নছাড়া কথামালা (৩ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
ছন্ন কেন ছাড়ছো ভায়া,
অন্ন ছাড়া মেদ কমে;
কথার বদল মালায় যদি,
ফুল দিলে তা খুব জমে।
ভিডিও চ্যাট আর মোবাইল যুগে,
দূরত্বটা কে মাপে,
দুলাইন পড়ার ফেসবুকেতে,
আবেগ থাকে খুব চাপে।
সেলফি বাদে গভীর ভাবে,
হৃদয় ছুঁতে চাও যদি;
গতির জীবন সাইডে রেখে,
চিঠির পাতায় ফুল-নদী।
৬ ২৩-১১-২০১৭ ২২:১৬
Re: আবেগগুলো মৃত নয়,ঘুমন্ত (৬ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
বেগের অভাব আবেগ যদি, কাঁত করে দাও ঠ্যালা,
গতির ছাঁটে কান ফাটাবে, চিৎকারে এই বেলা ...
৭ ২৩-১১-২০১৭ ২২:০৭
টপিকঃ এলোমেলো দূঃস্বপ্ন (১ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
আলগা রাশে বাঁধন ছাড়া,
উঠবে বেড়ে বল্গা হারা;
হঠাৎ জানি ছাড়বে এ নীড়,
ভাসবে দু-কূল স্মৃতির নদীর।
এপার থেকে দেখছি দুরে,
অনেকটা পথ যাচ্ছো ঘুরে;
এড়িয়ে এ ঘর, কীসের লাভে?
পাথর হয়ে, মনটা ভাবে।
সূর্যস্নানের যাত্রী পথিক,
হয়তো তোর এ পথটি সঠিক;
আশংকারা সবই ভ্রমে,
বুঝবো ঠিকি সময়ক্রমে।
ক্লান্ত হয়ে পড়লে কভু,
আসিস ফিরে; হয়তো প্রভু;
ঐ ওপারে ডাকবে মোরে,
প্রবল তৃষা দেখবো তোরে।
=x=x=x=x=x=x=x=x=
শুনছো খবর? ব্যাপার জবর!
আমিই নাকি ফুট্টুস!
স্বপ্ন নাকি? জানতে নিজেই,
চিমটি কাটি কুট্টুস।
উউউউফফ্
৮ ০৫-১০-২০১৭ ০০:৫৮
Re: লাভ এটাক-১৪ (৫ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
মারিয়া মারিয়াছিল ঘুষিখানা কোথা
উন্নত নাসিকা-চুড়ে, নাকি দন্ত যথা ?![]()
মুখে নাকে ঘুষাঘুষি! ভাবো বুঝি লাজে?
তলপেট নাকি নিচে, ভাবে ছড়াবাজে!
৯ ০২-১০-২০১৭ ১৯:০২
Re: লাভ এটাক-১৩ (৩ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
এ্যাত এ্যাত ছন্দরা, কোত্থেকে আসে,
ডুবে ছিলে কেন কবি, গত বার মাসে?
গুতাটুতা খেয়ে কবি, উদাসীন যদি,
কেঁদেকেটে একাকার, অশ্রুতে নদী।
১০ ২৫-০৭-২০১৭ ০৯:০৬
Re: বৃষ্টি (১২ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
বৃষ্টি এবার কাঁদলো বলে,
জগৎ হলো বানভাসি,
ভাবছি বসে এই ছড়াটা,
বাম্প করিয়ে দেই হাসি।
১১ ২৫-০৭-২০১৭ ০৮:৪৭
Re: তোমায় ছোঁব (১১ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
এই ছোঁয়াটা তেমন তো নয়,
ইংরেজিতে যেমন বলে,
আবার এটা নয় প্লেটোনিক,
চুমুর আগে যেসব চলে ...
কল্প ঘোড়া সান্তনা সব,
ঠোঁটের আঁড়ে দুখের হাসি;
চাইনা এমন হোক কখনো,
মিলুক সবে সুখের রাশি।।
১২ ২১-০৭-২০১৭ ০৭:১০
Re: অপেক্ষা (১৪ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
অপেক্ষাতেই থাকি, অপেক্ষাতেই বাকী,
এমন দিনে পড়লো মনে, অনেক টুকি-টাকি।
অপেক্ষারই ক্লেশে, পিৎজা খাওয়া শেষে,
দুঃখ-খুশির সব স্মৃতিরা, ধরলো জোরে ঠেসে।
লাগছে মনে ভয়, এমন যদি হয়,
হচ্ছে সবই ঘুমের ঘোরে, স্মৃতিই স্বপ্নময়।
১৩ ১২-০৬-২০১৭ ১০:৫৪
Re: মাঝরাতের অভিমান (১০ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
রাতের অভিমান সুখে,
কষ্ট পুষে রেখে বুকে,
শূন্যতায় আনন্দ যদি,
প্রসব বেদনায় কবি।
১৪ ১৪-০৪-২০১৭ ১২:৩১
টপিকঃ নববর্ষ ১৪২৪ (২ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
বর্ষ শুভ হতেও পারে,
শুভেচ্ছাটা পাক্কা,
ভিআইপিরা রাস্তাঘাটে,
গিট্টু মোদের চাক্কা।
তেঁতুলগুলো হাইকোর্টেতে,
হুলুস্থুল এক কাণ্ড!
হাততালি দেই, আমরা খুশি,
উল্টে রসের ভান্ড।
তিস্তা ভরে আসবে পানি,
স্বপ্ন দেখি ভাত-ঘুমে,
নতুন বছর পালন করি,
উল্লাসে তাই ধুমধামে।
===
(রচনাকাল: ১৪-এপ্রিল-২০১৭, ১লা বৈশাখ ১৪২৪)
১৫ ০৬-০৩-২০১৭ ১৯:২২
Re: ছড়া (২ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
খপাত করে ফড়িং ধরে,
আয়েশ করে খায়,
টিয়ে নাকি করবে বিয়ে,
জীবন যাবে তায়!
তাইতো বুঝি ছুটলো বেগে,
ফড়িংগুলো সবে,
খুকির যত আজিব খেয়াল,
মরতে কে চায় ভবে!
সোনার নূপুর, আংটি চাপা,
পড়তে কে চায় বলো,
এত্তটুকু ফড়িং অবাক,
এইটা কিছু হল?
১৬ ০২-০৩-২০১৭ ১৭:১৮
Re: সিনেমাটিক (১৯ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
রিভাইজ দিয়ে ছবির মতন,
আসছে সবই ধেয়ে,
ছড়ায় প্লাবন আসবে নাকো,
বলছি দিব্যি খেয়ে।
১৭ ০২-০৩-২০১৭ ১৭:১২
Re: হাবিজাবি ... (৮ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
হাবিজাবি পড়ে খুব-ই খাবি খায় জামিলে
একশোতে একশো কিভাবে গেল মিলে ?
স্বপনে কি দরশিল গুরু হাবা শিষ্যে,
নিজ রূপ হেরি আহা আক্কাস্যা দৃশ্যে !!
জামিলটা গেল কৈ, আয় বাবা ফিরে আয়,
গলাগলি করে দুয়ে, ঝাড়ি দেই কবিতায় ...
ডিগবাজি, ফটকামি, যত হোক সামলে,
ছড়াবাজি সাথে নিয়ে পড়বো যে হামলে।
১৮ ০২-০৩-২০১৭ ১৭:০৮
Re: অরুণ অবসানে জোৎস্না (৮ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
বন্ধুর পথে ঝঞ্ঝা ডিঙাতে, অরুণ গিয়াছে চলে,
শুধাই ওগো এবার বুঝি, জোৎস্নাটা খুঁজে পেলে?
জোয়ালটা কাঁধে প্রহর পেরোলে, কচি সবুজের খোঁজ,
পাইলে জানিও বন্ধু মোদের, আমরাই দেব ভোঁজ।
১৯ ০২-০৩-২০১৭ ০৯:১৮
Re: বরাবর: কবি কাকপক্ষী (১১ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
@ছড়াবাজঃ কেকা আপায় মাইন্ড খাইতে পারে
এই কথাটিই ভেবে,
অর্থগুলো দিলাম খুঁজে, ফোরাম পাতায় ছেপে!
২০ ০১-০৩-২০১৭ ০৯:৩৩
Re: বরাবর: কবি কাকপক্ষী (১১ উত্তর, পোস্ট করা হয়েছে ছড়া-কবিতা)
ছড়াবাজ লিখেছেন:সম্মাননায় চারশ বিশ, কেমন জানি লাগে,
দুত্তু কত চিন্তা মনে, আসছে কেন আগে?!পাল্টে দিলাম
"জোকের" মুখে চূণ দেয়াটা, চাট্টিখানি নয়,
চাইয়া নিলাম ভাইব্বা মনে, লাগছে কিছু ভয় ... ...
চুলকে পিঠে "ভাব" বিনিময়, কতই মজা ভাই!(?)
দল পাকিয়ে "ভাব" জমানো, এমন কে কে চাই?
পাল্টে দাও, পল্টি খাও, নাচো মনের সুখে,
পিঠের উপর বেন্ধে ছালা, নাও টেনে তায় বুকে