এই ফোরামগুলো ব্যবহার করার জন্য নিম্মলিখিত নিয়মবালী অবশ্য পালনীয়। আমরা অন্যান্য ফোরামের মত এই ফোরামের ব্যবহারকারীদের উপর শর্তের বোঝা চাপিয়ে দিতে চাইনা। এই ফোরাম যেকোন আলোচনা জন্য উম্মুক্ত। তবুও তবে ফোরামের শৃঙ্খলার জন্য নিম্ম লিখিত বিষয়গুলো অবশ্যই মানতে হবে।

সাধারণ নিয়মাবলী:
১) শুধুমাত্র সঠিক বিভাগেই আপনার মতামত লিখুন যাতে আলোচনাগুলো সুন্দর ভাবে সাজানো থাকে। আপনার যে কোন লেখা এডমিন বা মডারেটরগণ প্রয়োজন মনে করলে যে কোন কারণে অন্যকোন বিভাগে সরিয়ে নিতে পারে এমনকি বিনা নোটিসে মুছে দেওয়ার অধিকারও সংরক্ষন করেন।
২) প্রত্যেকের ব্যক্তিসত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যত্মবান হউন।
৩) সাধারণ মানুষের জন্য গ্রহনযোগ্য নয় এমন কিছু না লেখাই ভাল। এবং খেয়াল রাখবেন যেন আপনার লেখা সব বয়সী মানুষের পড়ার উপযোগি হয়।
৪) বিশেষ কোন ব্যাক্তি, জাতি বা গোষ্ঠিকে আঘাত করে বা উষ্কানীমূলক কিছু লেখা যাবে না।
৫) ফোরামে আপনার লেখার সকল দায়-দায়িত্ব আপনার নিজের। তবে, লেখা ফোরামে প্রকাশিত হওয়ার পর তা রাখা বা মুছে ফেলার ক্ষমতা মডারেশন বোর্ডের। ওয়েবসাইট কর্তৃপক্ষ, মডারেটরগণ বা অন্য কেউ ফোরাম প্রকাশিত আপনার লেখা সম্পর্কিত কোন দ্বায়-দ্বায়িত্ব বহন করবে না।
৬) কপিরাইট আইনের প্রতি যত্নবান হবেন। কপিরাইট আছে এমন কিছু পোস্ট বা বিতরণ করবেন না। করলেও এ সম্পর্কিত যথাযথ নিয়ম মেনে চলুন।
৭) অশ্লীল বা অশালীন কোন লেখা, ছবি, লিংক বা অন্যকিছু পোস্ট করা যাবে না।
৮) সদস্য হওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে ফোরাম থেকে বিভিন্ন ইমেইল, ঘোষনা ইত্যাদি পেতে আপনার আপত্তি নেই। তবে আপনার ইমেইল একাউন্ট আমরা অন্য কোন কর্তৃপক্ষের সাথে শেয়ার করব না।
৯) ফোরামে নিবন্ধন করার পর আপনি একাউন্টটি বন্ধ করতে পারবেন না! তবে, মডারেশন বোর্ড যে কোন সময় যে কোন একাউন্ট নিষিদ্ধ (লক), বাতিল বা মুছে দেয়ার অধিকার সংরক্ষণ করেন!

বিস্তারিত নিয়মাবলী পড়তে এখানে ক্লিক করুন