টপিকঃ বাংলাদেশ-ভারত সিরিজ
বিশ্বকাপ ত শেষ। সামনে বাংলাদেশ ভারত সিরিজ। এইবার নজর ওইদিকে দেয়া উচিত।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ-ভারত সিরিজ
বিশ্বকাপ ত শেষ। সামনে বাংলাদেশ ভারত সিরিজ। এইবার নজর ওইদিকে দেয়া উচিত।
আগামী বৃহস্পতিবার মানে ১০তারিখ বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রথম অনডে খেলা শুরু হবে মিরপুর স্টেডিয়ামে।
আমাদের লক্ষ্য রাখা উচিৎ ভারত যেন বিশ্বকাপের পরাজয়ের প্রতিশোধ নিতে না পারে।
আমাদের বাংলাদেশী খেলোয়াড়দেরও উচিত অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়া।
যতটুকু আত্নবিশ্বাস থাকলে খেলায় জেতা সম্ভব ততটুকু হলেই চলবে।
ভেবেছিলাম রাহুল আসবে না- কিন্ত এসেছে।
তথাপী বাংলাদেশ ভালো করুক এই প্রত্যাশা করছি।
আজ বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম ওয়ান-ডে ম্যাচ আশাকরি বাংলাদেশ এই ম্যাচে জিতবে। আজকের ম্যাচে নাকি শচিন এবং সৌরভ খেলছে না?
আজ বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম ওয়ান-ডে ম্যাচ আশাকরি বাংলাদেশ এই ম্যাচে জিতবে। আজকের ম্যাচে নাকি শচিন এবং সৌরভ খেলছে না?
এরা চায় না হারের সাথে নিজেদের নাম যুক্ত করতে
আজকে বাংলাদেশ ভালই খেলতেছে আশাকরি তারা জিতবে।
হাবিবুল আরার তার শূণ্য রান দিয়ে প্রমান করলো- তার দিন শেষ।
আইজকা আবার আমগো সোনার ছেলেরা খেলবো সবাই দোয়া কইরেন।
আলোচনাগুলো এই টপিক সরিয়ে নিয়ে আসলাম সৌন্দর্যের এবং সহজ অনুসন্ধানের স্বার্থে। এ সিরিজের আলোচনাগুলো এখানে চালিয়ে যান
আজকে বোধহয় ব্যাটিং পিচ এ খেলা হচ্ছে। অনেক রান তুলে ফেলবে তো ইন্ডিয়া:-@
পাইলট আবার ফিরে আসতেছে।:clap:
পাইলট আবার আসবে কেন?(n)
মুশফিক তো আমাদের ভবিষ্যত।(y)
আমার মতে বাংলাদেশের পরাজয়ের অনেক গুলো কারনে মধ্যে ২টি কারন
(১) পাইলটকে দলে না রাখা
(২) সুমনকে অধিনায়ক হিসাবে রাখা
পাইলটকে দলে নিয়ে অন্তত একটি কারন অপসারিত হয়েছে।
আমার বিশ্বাস বাংলাদেশ ৩য় ম্যাচে ভালো করবে।
আমার মতে বাংলাদেশের পরাজয়ের অনেক গুলো কারনে মধ্যে ২টি কারন
(১) পাইলটকে দলে না রাখা
(২) সুমনকে অধিনায়ক হিসাবে রাখা
পাইলটকে দলে নিয়ে অন্তত একটি কারন (কারণ) অপসারিত হয়েছে।
আমার বিশ্বাস বাংলাদেশ ৩য় ম্যাচে ভালো করবে।
বাংলাদেশ খেলায় জিতুক আর হারুক, খেলায় experience তো অর্জন করছে।
বিঃ দ্রঃ আমি experience - এর বাংলা শব্দটা লিখতে পারছি না।
আমি বুঝতে পারলাম না কেন পাইলটকে নেয়া হয়েছে:-@:-@
আশা করি, সবাই এখানে আমার সাথে বাংলা ভাষায় ভাব বিনিময় করবেন। ধন্যবাদ।
আইজকা আবার আমগো সোনার ছেলেরা খেলবো সবাই দোয়া কইরেন।
%-(
আমি বুঝতে পারলাম না কেন পাইলটকে নেয়া হয়েছে:-@:-@
মুশফিক তো শেষ ম্যাচে খুব একটা খারাপ খেললো না। সম্ভবত সিনিয়রিটির কারণে বা শেষ ম্যাচে একটা সুযোগ দেয়ার জন্য।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ-ভারত সিরিজ
০.০৬৭৫৪০১৬৮৭৬২২০৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.৩৩৭৬২৬৮৬২০৮৯ টি কোয়েরী চলেছে