Re: আগমন বার্তা
বন্ধুরা আপনাদের আন্তরিকতায় আমি আপ্লুত, খুব ভাল লাগলো। ovimani নাম তা কন চাপ নিয়ে নেওয়া নয়, এটা সত্যেই যে আমি একটু ovimani, যাই হোক নাম নিয়ে কি এসে যায়..... আপনাদের কে আমার লেখা ১টা কবিতা শোনাই.....
ঘুম
নোনা ধরা সমাজের সমস্ত উলঙ্গতার উর্ধে
সম্পর্কের চোরা গলি বেয়ে
শুধু একটু উষনতার জন্য
চল্কে চল্কে ঘুম ভেঙ্গে যায়,
দূঃস্বপ্নের লেলিহান শিখা
চেঁটে খায় স্মৃতিদের
আর স্বপ্নরা ফিরে যায়
উল্টো হাতে ননা জল মুছে-
পোড়া চোখে যে ঘুম নেই;
তাই, আয় ঘুম আয় ঘুম অভিমানীর চোখে দিয়ে।
দূরে- অনেক তারার মাঝে একটা তারা
সুখ-অসুখের হিসাব করে ক্লান্ত-
তার বিষন্ন চোখে আজও শান্তির আকুতি;
আরও দূরে দিগন্তের কাছে, খোলা আকাশের নীচে
কোনো এক নাম না জানা মাধবের প্রতিচ্ছবি
তার কালো চোখে স্বপ্ন পূরনের হাতছানি-
'এ বুকে নীল আকাশ রেখেছি
খোলা মনে কবে উড়বি তুই?'
তার আলেয়া ভরা খালি হাতে
হারিয়ে যাবার পাগল আহ্বান,
তার অশান্ত বুকে কান পাতো-
শুনবে মাতাল করা অস্ফুট ঘুমপাড়ানি গান;
আয় ঘুম আয় ঘুম অভিমানীর চোখে দিয়ে।।
সামান্য প্রচেস্টা...... কেমন লাগল জানাবেন...
Re: আগমন বার্তা
_কবিগুরু
Re: আগমন বার্তা
কিছু মনে করোনা হৃদয় ভাইয়া...... আমি তো নবাগত তাই এখানেই post করে ফেলেছি, পরের বার ঠিক যায়গায় ঠিক জিনিস প্রেরন করব, ১ক্তু মানিয়ে নাও ভাই।
Re: আগমন বার্তা
আপনাকে অভিনন্দন প্রজন্ম ফোরামে।
আশা করি নিয়মিত হবে। আপনাকেতো খুজেই পাওয়া যায় না।
Re: আগমন বার্তা
Re: আগমন বার্তা
কৃতী দিদি আমি মানিয়ে নিলাম। কিন্তু, কবিতা আরো চাই এ কথা তোমায় বলে দিলেম কিন্তু। সেক্ষেত্রে কিন্তু কোনো কথাই মানবো না, একথাও বলে দিলাম কিন্তু
(আচ্ছা এ পোষ্টে কত কিন্তু )
_কবিগুরু