টপিকঃ Happy New Year 2009
প্রজন্মের সকল সদস্য, অতিথি, শুভাকাঙ্খীকে প্রজন্ম ফোরামের পক্ষ থেকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। নতুন সম্ভাবনা নিয়ে এই বছর আসবে এমনই প্রত্যাশা রইল। পুরানো দিনের গ্লানি ছুঁড়ে ফেলে আমরা এগিয়ে যাব নতুন প্রত্যয়ে।
সকল মানুষের বাসযোগ্য একটি পৃথিবী আমরা গড়তে পারব এমনই আমাদের নতুন বছরের প্রত্যাশা।
what to do?