টপিকঃ মুম্বাই ট্রেজেডীর ১৭১ জনের প্রতি উত্সর্গকৃত টেন্ডুলকারের সেঞ্চুরী
এর থেকে ভাল আর কি হতে পারে, এর থেকে ভাল আর কি করতে পারেন একজন ক্রিকেটার। মুম্বাইয়ের ছেলে টেন্ডুলকার গতকাল যা করল তা কেবল ক্রিকেটের ডাটাবেইজ সমৃদ্ধ-ই করল না, তার থেকেও অনেক অনেক বেশি কিছু। মুম্বাইয়ের সহিংস ঘটনার পর যখন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ভেস্তে যেতে বসেছে, আরেকটা পাক-ভারত যুদ্ধ যখন দরজায় কড়া নাড়ছে তখন-ই ইংল্যান্ড ক্রিকেটররা চেন্নাই-তে টেস্ট খেলার আগ্রহ প্রকাশ- সত্যি বিস্ময়কর। ওদেরকে আমার সাধুবাদ জানাই অন্তর থেকে।
যা হোক, ৪র্থ ইনিংসে ৩৮৭ রান চেজ করে জিতা এক প্রকার অসম্ভব যেখানে ৩য় দিন-ই দেখলাম বল মাঝে মাঝে লো হচ্ছে- আবার বাউন্স খাচ্ছে। গ্রাউন্ডস্ম্যানরা যে ৪র্থ এবং ৫ম দিন ভাল খাটাখাটুনি করেছে তা বলাই বাহুল্য। টেন্ডুলকারের তো একটা বদনাম আছে যে, সে খুব কম সময়ই ভারতকে তীরে ভেড়াতে পারেন। শেবাগের সেই-রকম একটা ঝড়ো ইনিংস দিয়ে শুরুটা না হলে ম্যাচের ভাগ্য অন্যদিকে যেতে পারত হয়ত বা। কিন্তু টেন্ডুলকার যেভাবে হাত ধরে খেলাটা শেষ পর্যন্ত নিয়ে গেছেন তা ইতিহাস। আর তাঁর ১০৩ রান উত্সর্গ করলেন মুম্বাই ট্রেজেডীর ১৭১জনের প্রতি শ্রদ্ধাস্বরুপ। হাজার সালাম এই মহামানবকে।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।