টপিকঃ মুঠোফোনের জন্য বাংলা ফন্ট

কেউ আমাকে বলতে পারেন মুঠোফোনের জন্য ইউনিকোড সাপোর্টেড বাংলা ফন্ট কোথায় পাব? কিংবা ওপেন টাইপ বাংলা ফন্ট গুলো কি মোবাইল ফোনের উপযোগী করা যায় কি না?
বিশেষ করে wap সমৃদ্ধ সাইটগুলো ফোন ব্রাউজারে দেখার সময় বাংলা দেখতে পাই না।

Re: মুঠোফোনের জন্য বাংলা ফন্ট

এই বিষয়ে আমার জানা নাই।

Re: মুঠোফোনের জন্য বাংলা ফন্ট

আমিও  এখনও কিছু খুঁজে পাইনি।

Re: মুঠোফোনের জন্য বাংলা ফন্ট

Re: মুঠোফোনের জন্য বাংলা ফন্ট

Opera Mini Download করুন। তবে সেটটা যেন জাভা এনেবল্ড হয়।

আমার সনি এরিকসন কে-৭৫০ আই সেটে চলে। তাই জানি।

Only when the last tree has died and the last river has been poisoned and the last fish has been caught will we realize that we cannot eat money.

Re: মুঠোফোনের জন্য বাংলা ফন্ট

Only when the last tree has died and the last river has been poisoned and the last fish has been caught will we realize that we cannot eat money.

Re: মুঠোফোনের জন্য বাংলা ফন্ট

আচ্ছা কথায় কথা আসে, তো কেউ কি প্লাঙ্কটপের ব্যপারে আইডিয়া দিতে পারবেন (বাংলা ফন্ট)? আর আমার জানা মতে আমাদের দেশে মনে হয় মোবাইলের জন্য তেমন বাংলা ফন্ট তৈরী করে নাই। তবে বছর দুই আগে একটা মোবাইল সেটে বাংলা ভাষা করা হয়।

Re: মুঠোফোনের জন্য বাংলা ফন্ট