টপিকঃ শহীদ বুদ্ধিজীবী দিবস
ডিসেম্বর বিজয়ের মাস।
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বাংলাদেশের মানুষের নির্বিঘ্ন আনন্দময় শান্তির নিঃশ্বাস বয়ে আনে ১৬ই ডিসেম্বর।
বিজয়ের আনন্দের সাথে সাথে অজস্র বেদনাও মিশে ছিল। ছিল স্বপ্নও, নতুন করে গড়ার।
এই শান্তির নিঃশ্বাসের সাথে সাথে ভারী হয়ে যাওয়া করুনার নি:শ্বাসের মধ্যে একটি ছিল ১৪ই ডিসেম্বরকে ঘিরে।
১৪ই ডিসেম্বর - "শহীদ বুদ্ধিজীবি দিবস"। বাংলাদেশের ইতিহাসের খুব করুণ একটি দিন। কারন এই দিনে জননী বাংলাদেশ তাঁর সুযোগ্য সন্তানদের হারিয়েছে। বাংলাদেশ যেন কোনদিন বিশ্ব দরবারে মাথা তুলে না দাড়াতে পারে সেই হীন উদ্দেশ্য সাধনের জন্য কুচক্রিরা বাংলাদেশের অনেক বুদ্ধিজীবিকে চিহ্নিত করে নির্মমভাবে হত্যা করে।
আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে সেই সব শহীদদের স্মরণ করছি এবং আল্লাহতালার কাছে তাদের রূহের মাগফেরাত কামনা করে জান্নাত প্রার্থণা করছি।
"শহীদ বুদ্ধিজীবি দিবস" সম্পর্কে উইকিতে তেমন কিছু নেই। নতুন প্রজন্মের কাছে এই দিনটির নির্মমতা তুলে ধরার জন্য যারা জানে তাদের প্রতি অনুরোধ থাকল।
বিজয় দিবস সম্পর্কেও উইকিতে খুব কম লেখা। সঠিক ইতিহাস সংরক্ষণে আমাদেরই তো এগিয়ে আসতে হবে, তাই না?
১৪ই ডিসেম্বর নিয়ে একটা কবিতা: ১৪ই ডিসেম্বর
কৃতজ্ঞতাঃ মুন
what to do?