টপিকঃ কাউকে বলবেন না
ছোট বেলার একটা ঘটনা। আমি তখন ৩/৪ এ পড়ি। আমাদের গ্রামের বাড়িতে ঘরের সামনের বাগানে একটা ছোট লিচু গাছে পাখি বাসা বেঁধে ডিম পেড়েছিল। আমি ভাইয়াকে (আমার বড় জন) বললাম, ভাই ওই গাছে পাখি ডিম পেড়েছে। এরপরই বললাম, কাউকে বলিয়েন না। কিছুক্ষন পর আমার চাচাত ভাই (মামুন)কে একই কথা, ডিম পেড়েছে কাউকে বলবেন না। এরপর আম্মাকে । এভাবে আমিই কয়েকজনকেই বললাম=))=))।
কি ব্যাপার:rolleyes:? মনে কি হচ্ছে ক্ষুধায় হাঙ্গরিকোডারের মাথা খারাপ হয়ে গেছে~X(? মুঠোফোন বিভাগে এটা কি পোস্ট?
না, মাথা এখনও খারাপ হয়নি তবে হতে কতক্ষন? একটা পোস্ট করতে যেয়ে আজকে ঘটনাটা মনে পড়ল। তাই মূল ঘটনার আগে গল্পটা বললাম।
সন্ধ্যার পর থেকে রাত নয়টা পর্যন্ত রাজশাহীর ওয়ারিদ সেলস সেন্টারে ছিলাম। আমাদের বিভাগের এক বড় ভাই ওয়ারিদের ফ্রান্সাইজ। তাদের যাত্রা শুরু উপলক্ষ্যে আমাদের কিছু কাজ করতে হবে। বড় ভাইয়ের জন্য এটা করা দরকার। কারণ, গত ১৪ই বৈশাখের অনুষ্ঠানে তিনি আমাদের জন্য প্রচুর কাজ করেছেন।
মূল ঘটনা হল, সব ঠিক থাকলে আগামী ১০ তারিখ থেকে ওয়ারিদ যাত্রা শুরু করবে। সেদিন আমাদের সেলস এর কাজ করতে হবে।
আপনাদেরকে গোপন কথা বললাম, কাউকে বলবেন না যেন!!;)