টপিকঃ ভিসুয়াল স্টুডিও তে বাংলা লিখতে সমস্যা

আমি ভিসুয়াল স্টুডিও এর একটি সফটওয়্যার তৈরি করছি যেখানে বাংলা ব্যবহার করতে হবে। সফটওয়্যার তৈরির জন্য আমি ভিসুয়াল C# (সি #) ব্যবহার করছি।
যখন ই আমি ভিসুয়াল স্টুডিও এর কনো একটি প্রপার্টিজ এ অভ্র দিয়ে কিছু লিখতে যাচ্ছি, ভিসুয়াল স্টুডিও এক্সেপসন দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এ ছাড়া, সফটওয়্যার এর কনো কন্ট্রোল এ (টেক্সট বক্স) কিছু লিখতে গেলেই সফটওয়্যার টি এক্সেপসন দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু যদি নোটপ্যাড এ লিখে তারপর কপি পেস্ট করি, তখন কনো সমস্যা হয় না! কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আমি আগে কখনো বাংলা নিয়ে কাজ করি নি। হয়ত আমার কাজ করার পদ্ধতিতেই ভুল আছে।
কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন?

Re: ভিসুয়াল স্টুডিও তে বাংলা লিখতে সমস্যা

আমার মনে হয়, এখানে আপনার কোন ভুল নেই। হয় এটি অভ্রর এর সমস্যা অন্যথায় ভিজুয়্যাল স্টুডিওর সমস্যা।

তবে ভিজুয়্যাল স্টুডিও'র সমস্যা হওয়ারই বেশি সম্ভাবনা। হয়তো এটি কি স্টোকগুলো পার্স করে। একটা কাজ করতে পারেন, অন্য ইউনিকোড সফটওয়্যার দিয়ে ট্রাই করে দেখুন।

ধন্যবাদ।

Re: ভিসুয়াল স্টুডিও তে বাংলা লিখতে সমস্যা

exception handle করে কিছু হয় না ? দেখন তো।আমি  কিছু অদ্ভুত প্রবলেম দেখি visual studio ইনস্টল করা থাকলে কিছু কিছু software চালাতে প্রায় দেখা যায় exception হয় এবং visual studio তে debug option চলে আসে।

Re: ভিসুয়াল স্টুডিও তে বাংলা লিখতে সমস্যা

সমস্যার সমাধান হয়েছে। আপনাদের মেইলের জন্য ধন্যবাদ।
Settings > Options > Local Setting > Uncheck "Automatically change......"

Re: ভিসুয়াল স্টুডিও তে বাংলা লিখতে সমস্যা

Re: ভিসুয়াল স্টুডিও তে বাংলা লিখতে সমস্যা

In 'Avro' go to Settings > Options > Local Setting > then Uncheck Automatically change "Input Locale"(Input Language) with Keyboard Mode.

Omicronlab community থেকে সমস্যাটার সমাধান পেয়েছি। সম্ভবত অভ্র Default Keyboard টা কে Override করার চেষ্টা করে, ফলে এমন হচ্ছিল।

Re: ভিসুয়াল স্টুডিও তে বাংলা লিখতে সমস্যা

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত