টপিকঃ ভিসুয়াল স্টুডিও তে বাংলা লিখতে সমস্যা
আমি ভিসুয়াল স্টুডিও এর একটি সফটওয়্যার তৈরি করছি যেখানে বাংলা ব্যবহার করতে হবে। সফটওয়্যার তৈরির জন্য আমি ভিসুয়াল C# (সি #) ব্যবহার করছি।
যখন ই আমি ভিসুয়াল স্টুডিও এর কনো একটি প্রপার্টিজ এ অভ্র দিয়ে কিছু লিখতে যাচ্ছি, ভিসুয়াল স্টুডিও এক্সেপসন দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এ ছাড়া, সফটওয়্যার এর কনো কন্ট্রোল এ (টেক্সট বক্স) কিছু লিখতে গেলেই সফটওয়্যার টি এক্সেপসন দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু যদি নোটপ্যাড এ লিখে তারপর কপি পেস্ট করি, তখন কনো সমস্যা হয় না! কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আমি আগে কখনো বাংলা নিয়ে কাজ করি নি। হয়ত আমার কাজ করার পদ্ধতিতেই ভুল আছে।
কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন?