Re: নববাংলা নিয়ে আপনাদের কি মতামত
শুধু শীর্ষপৃষ্ঠাটা দেখলাম আপাতত... ... আইডিয়াটা ভাল লাগে নাই:
ব্যাখ্যা: জাপানে থাকি। এরা অনেককিছুই উচ্চারন করতে পারে না... যেমন ল দিয়ে কোন শব্দ এরা বলতে পারে না ... কারণ এদের ভাষায় ল নাই। হ্যালো হ্যালো নামে একটা খাবারের দোকান আছে.... এরা বলে হেরো হেরো!! ইংলিশ কে বলবে ইংরিশু।
আমার নাম শামীম ... এটাও উচ্চারণ করতে পারে না ঠিকমত....কারণ ওদের কোন মুক্ত বর্ণ নাই... মানে হল সকল বর্ণই আ, ই, উ, এ, ও.... এগুলো সহ উচ্চারণ করতে হয় .... আমার নাম হল.. শামীমু .... ইত্যাদি।
এ জন্য মনে হয় নববাংলা আসলে আমাদের উচ্চারণের ক্ষমতা কমে যাবে। বাংলা বর্ণমালা এবং ভাষাটা সমৃদ্ধ বলেই আমরা বেশিরভাগ কথাই সঠিক উচ্চারনে বানান করে লিখতে ও বলতে পারি।
Re: নববাংলা নিয়ে আপনাদের কি মতামত
যাই হোক... আইডিয়ার কথা বললে মন্দ না, তবে বাংলা ভাষা লেখার ব্যপারটা পছন্দ হয়নি..
Re: নববাংলা নিয়ে আপনাদের কি মতামত
আমার কাছে ঐটা অন্য কোন ভাষা মনে হয়েছে।
অবশ্য তেমন ভালোভাবে খেয়াল দেইনি।
Re: নববাংলা নিয়ে আপনাদের কি মতামত
যাই বলেন আপনারা বাংলা ভাষায় যুক্তাক্ষরগুলো একটা বড় সমস্যা। যেটা নববাংলাতে নাই।
রক্তের গ্রুপ: B(-)
Re: নববাংলা নিয়ে আপনাদের কি মতামত
Unicode এর যুগে এই ধরনের সাইট গ্রহণযোগ্য না। অামি Linux user. অামি কিছুই দেখলামনা সাইট-এ
Re: নববাংলা নিয়ে আপনাদের কি মতামত
নববাংলার কোন মানে হয় না।যুক্তাক্ষর থাকবে না এমন বাংলা চিন্তাও করা যায় না।আর কারো ইচ্ছা মত কিছু একটা বের করলে তো আর হবে না।যুক্তাক্ষর যদি সরকারী ভাবে বাদ দেওয়ার কথা বলা হতো তাহলে এক কথা ছিলো।আমারা এখন ইউনিকোডে বাংলা লিখে সারা পৃথিবীতে আমাদের ভাষাকে তুলে ধরছি।এই অবস্থায় যদি এক এক জন এক এক ভাবে বাংলা লেখে তাহলে সেটা হাস্যকর ছাড়া আর কিছু হবে বলে মনে হয় না।
নববাংলার কথা অনেক আগে শুনেছি ।ভালো লাগে নাই।বাংলা ভাষাকে বিকৃত করে তুলে ধরার একটা অপপ্রায়াস বলে মনে হয়।
আমি আমার নিজের কথা গুলো বললাম।অন্য কারো ভালো নাও লাগতে পারে।
ছোট্ট একটা উদাহরন দেয়-কান ফুটানো কতো কষ্টের তবুও বাঙালি রমণীরা কান ফুটান।এটা আমাদের ঐতিহ্য।তেমন যুক্তাক্ষর ছাড়া বাংলা বর্ণমালা হাস্যকর লাগে ।
Re: নববাংলা নিয়ে আপনাদের কি মতামত
একদম পছন্দ হয় নি। এটা তো বাংলা কে আরো কঠিন করে ফেলবে। বাঁচাওওওওওওওওওওওওওও
Re: নববাংলা নিয়ে আপনাদের কি মতামত
Re: নববাংলা নিয়ে আপনাদের কি মতামত
যুক্তাক্ষর ছাড়া বাংলা ভাষা পরিপুর্ণতা পাবেনা তাই যুক্তাক্ষর ছাড়া বাংলা ভাষা অচল।