টপিকঃ ইউজার নেম পলিসি সংক্রান্ত আলোচনা
৫ নং ধারাতে আরেকটু সংযোজন হতে পারে....
৫.১. মানুষের ধর্মীয় অনুভুতিকে আঘাত করে এরকম নাম নেয়া যাবে না (যেমন: আল্লাহ, ফেরেশতা, শয়তান, ভগবান, ঈশ্বর ইত্যাদি)
৫.২. বিখ্যাত ব্যক্তিদের নাম দিয়ে রেজিঃ করা যাবে না (যেমন: আইনস্টাইন, আইজাক আসিমভ, নিউটন, শেক্সপিয়ার... ইত্যাদি)
৫.২.১. তবে যদি ব্যবহারকারীর নামের সাথে বিখ্যাত ব্যক্তির নামের মিল থাকে, তবে সেটা বিবেচনা করা হতে পারে।
৫.৩. অপর কোন সদস্যকে ব্যঙ্গ করে কোন নাম নেয়া যাবে না (যেমনটি সামহোয়্যারে দেখা যায়)
....
....
আর কেউ?