টপিকঃ মিলিয়ন ডলার হোমপেজ
ব্যতিক্রমী পন্থায় বিজ্ঞাপনের পদ্ধতি আবিষ্কারের পর মিলিয়ন ডলার হোমপেজ সারা বিশ্বে আলোড়ন তুলেছিল। তাই কারও কাছে এ সম্র্পকে নতুন করে কিছু বলার নেই।
আমাদের দেশে এ ধরনের ওয়েবসাইট না থাকায় মিলিয়ন ডলার হোমপেজ এর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমরাও এ ধরনের একটি সাইট করার চিন্তা করেছি। ঐ ওয়েবসাইটে বিজ্ঞাপন থেকে মোট আয় এসেছিল এক মিলিয়ন ডলার। তাই এর নাম দিয়েছিল মিলিয়ন ডলার হোমপেজ। আর আমরা নাম দিয়েছি মিলিয়ন টাকা হোমপেজ। ডলার ডলার বলতে ভাল লাগে না তাই। তবে আমাদের এ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে কোন টাকা লাগবে না। অথ্যাৎ এটি সম্পূর্ণ ফ্রি। প্রতিটি বিজ্ঞাপন ৩০দিন স্থায়ী হবে।
এ ওয়েবসাইটের প্রতি আমাদের অনুপ্রাণিত করেছেন আরও একজন ব্যক্তি। তিনি হলেন এ ফোরামেরই সদস্য আনিসুজ্জামান উজ্জল (ujjalmc নামে ফোরামে সদস্য হয়েছেন)। তাঁকেও এ জন্য ধন্যবাদ।
আমাদের ওয়েবসাইটির ঠিকানা: http://million.projanmo.com/
আপনাদের মতামতের অপেক্ষায়।