টপিকঃ একি যন্ত্রনা, হেল্পমি প্লিজ.......
আজিব এক ব্যাপার, জানতাম ভাইরাসে Folder Option খেয়ে ফেলে, কিন্তু কিসে যেন আমার Control Panal > System খেয়ে ফেলেছে। আইকন ঠিকই আছে কিন্তু কোন কাজ করছেনা।
আবার অন্যভাবে My Computer থেকে যে Properties এ যাবো তারও উপায়নেই। কারন My Computer এ Right Click করলে কোন Properties Option আসেনা,
বা Alt+Enter দিলেও কোন কাজ করেনা,
উইন্ডেজ রিইন্সটল বা ফরম্যাট না করে সমস্যার সমাধান খুঁজছি।