৪১

Re: সৈকতের বোন

নিস্পাপ_মামুন লিখেছেন:

ভাই অনেক চিন্তায় ফেলে দিলেন এখন কি করি।~X(~X(~X(

ভাই চিন্থার কোন কারন নাই।[-X মন শক্ত করুন। thumbs_up

৪২

Re: সৈকতের বোন

মন শক্ত রাখেন। আমি বেচে আছি আপনিও থাকবেন। hmm

৪৩

Re: সৈকতের বোন

মন শক্ত করতে করতে একসময় দেখবেন সময় শেষ। যেই আশায় মন শক্ত করেছিলেন সে আশায় গুড়ে বালি। এটা যখন রিয়েলাইজ করবেন তখন জীবনের একটা বিশাল সময় পার হয়ে গেছে।

ব্যাবসায়ীরা খুব খারাপ প্রজাতি।
বাঙ্গালীরা আরো খারাপ প্রজাতি।

দুটো মিলে খারাপের খারাপ সৃষ্টি করে।

প্রতিটা চাকুরীতে আপনার কোম্পানির নীতিনির্ধারক একজন ব্যবসায়ী।

Feed থেকে ফোরাম সিগনেচার, imgsign.com
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৪৪

Re: সৈকতের বোন

শিপলু লিখেছেন:

মন শক্ত করতে করতে একসময় দেখবেন সময় শেষ। যেই আশায় মন শক্ত করেছিলেন সে আশায় গুড়ে বালি। এটা যখন রিয়েলাইজ করবেন তখন জীবনের একটা বিশাল সময় পার হয়ে গেছে।

ব্যাবসায়ীরা খুব খারাপ প্রজাতি।
বাঙ্গালীরা আরো খারাপ প্রজাতি।

দুটো মিলে খারাপের খারাপ সৃষ্টি করে।

প্রতিটা চাকুরীতে আপনার কোম্পানির নীতিনির্ধারক একজন ব্যবসায়ী।

ভাইরে একটু সহজ করে বলা যায় না! worried এরকম কঠিন করে বললে, মনে তো বল পাই না! nailbiting hairpull crying দূর-দূরান্ত পর্যন্ত অন্ধকার দেখি!!! brokenheart

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

৪৫

Re: সৈকতের বোন

এমনি হয় ভাই। দেখতেছি তো চারপাশে।খুব খারাপ লাগে। hairpull

উড়ে যাব ডানা মেলে

৪৬

Re: সৈকতের বোন

আসলে আমাদের আরও সচেতন হওয়া দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই একত্রিত হয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা।

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদুর..................................

৪৭

Re: সৈকতের বোন

দেশের যখন এই অবস্থা তখন বাইরে যাবার কথা বললেও শুনতে হয়, " দেশে অনেক ভাল আছ, বাইরে গেলে হাড়ে হাড়ে টের পাবা। তখন আর ফেরত আইসাও কিছু করতে পারবানা।"

কথা হচ্ছে, তাহলে যাব কোথায়?????:-?:-?:-?:-/:-/:-/

এগিয়ে চলেছি প্রতিমুহূর্তে, অদৃশ্য জীবনের রং এর খোঁজে.........
.............কলাপাতা সবুজ রং থেকে, ............
পিংক-ভায়োলেট-মেজেন্টা, .............আরও কত রং এর যুগে।।

৪৮

Re: সৈকতের বোন

অরন্য লিখেছেন:

দেশের যখন এই অবস্থা তখন বাইরে যাবার কথা বললেও শুনতে হয়, " দেশে অনেক ভাল আছ, বাইরে গেলে হাড়ে হাড়ে টের পাবা। তখন আর ফেরত আইসাও কিছু করতে পারবানা।"

কথা হচ্ছে, তাহলে যাব কোথায়?????

আমারও একই প্রশ্ন।

যা আপনার দুর্বলতা, সেটাই আপনার সবচে শক্তিশালী দিক হতে পারে...

৪৯

Re: সৈকতের বোন

অনেক কিছু জানতে পারলাম। থ্যাঙ্কস্।