টপিকঃ বিশ্বকাপ অনুভূতি
এই বিশ্বকাপটা একটা দিক ছাড়া সব দিকেই আমাকে হতাশ করেছে। ব্যতিক্রম শুধু বাংলাদেশের প্রাপ্তিটা।
প্রথমেই ভারত ও পাকিস্তানের বিদায় এ বিশ্বকাপের অর্ধেক আনন্দ কমিয়ে দিয়েছে। তবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড কিছুটা বৈচিত্র এনেছে বিশ্বকাপে।
অন্যদিকে, দক্ষিন আফ্রিকার দায়িত্বহীন খেলা আমাকে আহত করেছে। কিভাবে তারা বিশ্বসেটা হল বুঝলাম না। যদিও আমি অন্যসময় খেলার খবর রাখি না।
৩য় বারের মত শিরোপা জিতল অস্ট্রেলিয়া। কি একঘুয়েমি:-@!!!! এমনিতে লম্বা একটা বিশ্বকাপ তার উপর আবার অস্ট্রেলিয়ার হ্যাট্টিক। কার ভাল লাগে বলেন?
অস্ট্রেলিয়ানদের অভিনন্দন:clap:। কিন্তু মেনে নিতে পারছি না:rolleyes:। তবে স্বীকার করতেই হয়, তারা তাদের যোগ্যতারই প্রমান দেখিয়েছে।
what to do?