Re: ঘুমের সমস্যা ইনসমনিয়া
হুম ভালা বুদ্ধি:">, আমি আজকে থেকে এই সব নিয়ম মেনে চলার চেস্টা করবো:D
Re: ঘুমের সমস্যা ইনসমনিয়া
চমৎকার পোস্ট। এটা কি এর আগে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? হয়ে থাকলে এবং দিনক্ষণ মনে থাকলে সেগুলোও পোস্টের আগে বা শেষে লাগিয়ে দিলে ভাল হয়।
আমার পদ্ধতি:
অযথা ঘুম না আসলে (সাধারণত এরকম হয় না):
- পড়ার বই পড়ি - কঠিন কোন প্রস্তুত প্রণালী, কিংবা ইতিহাস কিংবা কঠিন কোন তাত্ত্বিক বিষয়
- টিভিতে খবরের চ্যানেল চালু করি (অ্যামেরিকান চ্যানেলগুলো এ বিষয়ে শ্রেষ্ঠ)
- রবীন্দ্র সংগীত শোনার চেষ্টা করি
- পরিশ্রান্ত হওয়ার মত কাজ করি (স্টেপিং, দৌড়ানো, হাঁটা)
অসময়ে ঘুম তাড়াতে হলে:
- ইন্টারনেট ব্রাউজিং/ফোরাম;
- হালকা স্ট্রেচিং;
- মুখে ঠান্ডা পানির ঝাপটা দেয়া;
- কড়া চা/কফি অথবা ঠান্ডা পানি পান;
- হার্ড রক/ হেভি মেটাল (হেডফোনে ফুল ভলিউম -- এসি/ডিসি সবচেয়ে ভাল কাজ করে)
- কার্টুন চ্যানেল দেখা
- অন্যকে ডিস্টার্ব করা
=======
পোস্টটি দৈনন্দিন ফোরাম অপেক্ষা জানা-অজানা ফোরামে বেশি মানানসই। তাই স্থানান্তর করা হল।
Re: ঘুমের সমস্যা ইনসমনিয়া
কি করব রে ভাই সবই কপালের দু:খ। অামার gp-internet চালুই হয় রাত 12 টার পর। অার ১২ টার অাগে ঘুমালে net browse করব কিবাবে~X(~X(~X(
Re: ঘুমের সমস্যা ইনসমনিয়া
_কবিগুরু