Re: দৈনন্দিন রসায়ন
রসায়ন জিনিষটা আমার কাছে চিরকাল বিরস হয়েই থাকল। এক ফোঁটাও মাথায় ঢুকাতে পারি না। অঙ্কের মত যদি সহজ হতো, তাহলে কিছু বুঝতে পারতাম।
৩ ০৭-১০-২০০৮ ১৫:৫০ সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (০৭-১০-২০০৮ ১৫:৫০)
Re: দৈনন্দিন রসায়ন
ধন্যবাদ কাজে আসবে, যদিও আমি এই লাইনের বকলম।
৪ ০৭-১০-২০০৮ ১৬:৩৭ সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (০৭-১০-২০০৮ ২২:৪৬)
Re: দৈনন্দিন রসায়ন
ওয়াও রসায়ন আমার টপ ফেভারিট সাবজেক্টগুলার একটা, রিয়েল লাইফে এগুলা এপ্লাই করতে বিরাট মজা লাগে, তার উপর প্রতিদিনের রান্নার রসায়ন তো আছেই, তবে রসায়নে গনিতের মত স্বাধীনতা পাই না এটা সত্য।:)
Re: দৈনন্দিন রসায়ন
কাজের জিনিস, ধন্যবাদ আপনাকে।
Re: দৈনন্দিন রসায়ন
আমরা আসলে কত কিছুই করি নিজের অজান্তে। এর পিছনের ব্যাখ্যা কখনো খুজিনা। এভাবে ব্যাখ্যা সহকারে বললেত কথাই নাই। এখন থেকে আমার জামার চায়ের দাগ আর কাপড়ের রং এর দাগ কোন ব্যাপারই না। আচ্ছা বস আমার বাসায় কাপড় ধুয়ার সময় অন্য কাপড়ের দাগ লেগে আমার প্রিয় সার্টটা বরবাদ (রংটা পাকা ছিল কিনা। অবশ্য নিজের কাপড়ে না, অন্য কাপড়ে ) এখানে কি ভিনেগার থেরাপি কাজ করবে কি?
Re: দৈনন্দিন রসায়ন
@শাহরিয়ার
একমাত্র আশঙ্কার ব্যাপার হল ভেজাল/অনাকাঙ্খিত রঙের সাথে সাথে আবার আসল রং চলে না যায় ...
শার্টের ভেতরের দিকে ভাঁজে কোথাও ছোট্ট করে পরীক্ষা করে দেখতে পারেন। একটা তুলা বা কান পরিষ্কারের কটন বারের মাথায় একটু ভিনেগার পানি নিয়ে ওখানে ঘষে দেখেন। যদি আসল রঙের কোন ক্ষতি না হয় তাহলে একবার অনাকাঙ্খিত রং দুর করার চেষ্টা করা যেতে পারে।
@স্বপ্নচারী
ইদানিং অংক জিনিষটাও আর সহজ মনে হয় না। বিশ্ববিদ্যালয়ের আগ পর্যন্ত ঐটা সহজ লাগতো। আর ইদানিং পরিসংখ্যানের বিভিন্ন ডিস্ট্রিবিউশন দেখার পর থেকে ওটাকেও বেশ কঠিন বিষয় মনে হচ্ছে .... অথচ আমি অন্যদেরকে পরিসংখ্যানের সমস্যাগুলোর সমাধান দিতাম আন্ডারগ্রাডে!
Re: দৈনন্দিন রসায়ন
নাম ঠিকই রসায়ন কিন্তু আমার মনে এই সাবজেক্ট কখনও রস আনতে পারেনি । ধন্যবাদ শামীম ভাইকে এরকম সুন্দর করে বর্ণনা করার জন্য।
Re: দৈনন্দিন রসায়ন
প্রজন্মতে এইরকম তথ্যবহুল পোস্টের বড়ই অভাব আশা করি শামীম ভাই তা পূরণ করতে সহায়তা করবেন (y)