টপিকঃ ঈদ মোবারক
সাঁঝের আকাশ কোণে
খুশির খেয়া দোলে
আনন্দ আজ ভাগ করে নাও
সকলেরই সনে...
নতুন চাঁদের এক চিলতে হাসিতে সবার মুখেই চাঁদের হাসি ফুটিয়ে আবার এলো ঈদ! ঈদের আনন্দটা কিন্তু ছোট্টবেলাতেই সবচেয়ে বেশি উপভোগ্য থাকে! এখনও পিচ্চিগুলার মাঝেই বেশি আনন্দের ফুলঝুড়ি দেখতে পাই। তারপরেও আমাদের ঈদও আনন্দময়।
ঈদের আনন্দটাই ভাগ করে নেওয়ায়। আত্নীয়-স্বজন বন্ধু-বান্ধব এমনকি ধনী-গরীব সবার মাঝে ভাগ করে নেওয়া হয় আনন্দটাকে, তাই তা বেড়ে যায় আরও, আরও বেশি। আর তারচেয়েও বড় যে আনন্দ, ১ মাসের দীর্ঘ সিয়াম ও কিয়ামের মাধ্যমে মহান রবের নাজাতের সুসংবাদ, এ কারনেই তো ঈদ এতো আনন্দময়।
প্রজন্মের বন্ধুদের সবার ঈদের আনন্দ যেন ঠিক ছোট্টদের মতো অঢেল আর নির্বিঘ্ন হয় এই প্রত্যাশায় সবাইকে ঈদ মোবারক!
ঈদ মানে তো নয়রে কেবল আনন্দ উৎসব!
ঈদ মানে তো নয়রে কেবল হাসির কলরব!
ঈদ মানে তো সেই সে খুশির দিন,
ত্যাগের মহান পথ ধরে যা পেলরে মুমিন!
[flash]http://i.123g.us/c/edec_eidulfitr_edmub/card/106786.swf[/flash]
[কৃতজ্ঞতা: সাঈয়েদা]
what to do?