২১

Re: Reputation সিস্টেম চালু হল

অবশ্যই রেটিংটা মুল্যবান এবং আপনি তো ইতিমধ্যে রেটিংও পেয়েছেন।

২২

Re: Reputation সিস্টেম চালু হল

২৩

Re: Reputation সিস্টেম চালু হল

২৪

Re: Reputation সিস্টেম চালু হল

আমার মনে হয় রেপুটেশন ব্যাপারটা খারাপ না, এটাকে এত সিরিয়াসলি না নিয়ে মজা হিসেবে নিলে মজাই হবে।

আসলে রেপুটেশন নামটাই আপত্তিকর হতে পারে,আমার রেপুটেশন নেগেটিভ মানে কি আমি ভালো না !! তা তো না, হেহ হেহ আমি তো ভালো, কারন আমি প্রজন্মের সদস্য।

আর একটা ব্যাপার, পোস্টের রেটিং দেয়া যায় না ? ধরুন একটা পোস্ট আমার খুব ভালো লাগল আমি ৫/৫ দিলাম, কেউ হয়ত ০/৫ দিলাম। রেটিং নেগেটিভ হতে পারবে না। ০ মানে হয়ত আজাইরা প্যাচাল,১ মানে চলে, ২ মানে ভালো, ৩ মানে চমৎকার, ৪ ফাটাফাটি, ৫ মানে ... যেরকম অনেক সাইটে থাকে।
এমন কিন্তু সদস্যদের ক্ষেত্রেও করা যায়, নেগেটিভ ভ্যালু আসলে কষ্ট দেয় sad

আর, সম্ভব হলে,+,- যোগ না করে + কয়টা আর - কয়টা পেলাম এটা দেখানো যায় না ?

২৫

Re: Reputation সিস্টেম চালু হল

২৬

Re: Reputation সিস্টেম চালু হল

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২৭ সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (৩০-০৪-২০০৭ ১৮:২৩)

Re: Reputation সিস্টেম চালু হল

২৮ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (৩০-০৪-২০০৭ ১৯:৩৬)

Re: Reputation সিস্টেম চালু হল

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২৯ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (৩০-০৪-২০০৭ ১৯:৩২)

Re: Reputation সিস্টেম চালু হল

এই প্রসঙ্গে বলে রাখি, সামহোয়্যারইন কিন্তু পিউর ব্লগ না।ওটা একটা ব্লগীয় ফোরাম।

কারণ সবার লেখা ফ্রন্টপেজে আসে। অর্থাৎ মতামতের জন্য সবার সামনে উপস্থাপন করা হয়। আমি চাই আর না চাই, আমার সামনে দেখতে দেয়া হচ্ছে। আর মানুষ তো ইন্টারেক্ট করতে ভালবাসে।

পিউর ব্লগ হলো, অন্যগুলো। এটা আমার বারান্দায় পারিবারিক/ব্যক্তিগত দেয়ালিকা। আপনার ইচ্ছা হলে এসে দেখবেন, ইচ্ছা না হলে আসবেন না।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৩০

Re: Reputation সিস্টেম চালু হল

৩১

Re: Reputation সিস্টেম চালু হল

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৩২ সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (৩০-০৪-২০০৭ ২০:১০)

Re: Reputation সিস্টেম চালু হল

কিছু মানুষ দাম্ভিক হতে পারে।ফোরামে সব ধরনের মানুষ থাকবে।কিন্তু ফোরাম  তো সব ধরনের মানুষের  একটা সম্মিলিত প্লাটফর্ম...সবার সম্মিলিত অংশগ্রহনে ফোরাম এগিয়ে যাবে।

মনের সব কথা  যদি প্রকাশই করা হয়ে যায় তাহলে সেটা কি ভালো? ধরুন আমার সম্পর্কে একজনের ধারণা খুব খারাপ। আমি সেই ভাবেই সেটা প্রকাশ করলাম। সেটা কি  সব সময় খুব ভালো কিছু হবে শামীম ভাই?আপনাদেরই কি ভালো লাগবে  তা সব সময়? আর আপনিই তো বলেছেন ,ফোরাম মনের কথা লেখার জায়গা না।

৩৩ সর্বশেষ সম্পাদনা করেছেন উদাসীন (০১-০৫-২০০৭ ০০:০৭)

Re: Reputation সিস্টেম চালু হল

বাহ্‌ এই জিনিস টি তো খেয়ালই করিনি। সত্যিই আমি একটি অন্ধ উদাসীন =))
হাংরি কে ধন্যবাদ এই বিষয়টি চালু করার জন্য। তবে কেউ যদি আজাইরা প্রতিহিংসা চরিতার্থ করতে যায়, তাহলে খবর আছে হাহাহাহাহাহাহাহা

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

৩৪

Re: Reputation সিস্টেম চালু হল

বিপ্রতীপ,

আমি কিছু যুক্তি বা ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত টেনে বিশেষ অর্থে বলেছিলাম যে, মনের কথা বলা যাবে না ------ তাই বলে কি প্রশ্ন করবেন যে, আমরা ফোরামে যে সকল কথা বলি সেগুলো মন থেকে আসে না???? তাহলে আসে কোত্থেকে???

অপর যে পয়েন্টটি তুলেছেন: হাসি ঠাট্টা, মারামারি, চাপাবাজি..... এগুলো তো হচ্ছে ----- এই ব্যাপারে ১০০% একমত। কিন্তু সেগুলো ঠিক জায়গামত হচ্ছে না সবসময়। প্রথমদিকে অপ্রাসঙ্গিক পোস্টগুলোকে কিছু বলিনি কারণ এক্টিভ ফোরামিস্ট তখন ১০ জনেরও কম ছিল। এখন সময় আসছে এই ব্যাপারে আস্তে আস্তে সিরিয়াস হওয়ার।

আপনার নিশ্চয়ই মনে আছে যখন আপনার (নাকি মানচুমাহারার?) কবিতার রেসপন্সে অপ্রাসঙ্গিক মন্তব্য এসেছিল। কবিতার সমালোচনা বাদ দিয়ে কবির সমালোচনা করা হয়েছিল .... .... সেগুলো তো সেই সমালোচকের মনের কথাই ছিল; না কি? তারপরে দেখুন, নোটিশবোর্ডে বাংলা ইউজারনেম বিষয়ক পোস্টটিতে একজন এসে বললেন..  সবাইকে নববর্ষের শুভেচ্ছা!!!!! --- হাসি ঠাট্টা চলছে... কিন্তু সেটাকে কি আদৌ সমর্থন দিতে পারছেন? কম্পিউটারে একজন ভীষন সমস্যায় পড়েছেন, আরেকজন বা কয়েকজন বিভিন্ন আলোচনা করে পরামর্শ দিয়ে সেটা সমাধানে সাহায্য করছেন .... মাঝখানে আমি ঢুকে বললাম; কি ভাইরা, শইলডা ভালা? --- মনের কথাই তো! কিন্তু অপ্রাসঙ্গিক। তাই অনাকাঙ্খিত।

এই ধরনের ঘটনাগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। জাতি হিসেবে যে আমরা খুবই বিশৃঙ্খল তারই ধারাবাহিকতার ফল। সেইটাকে একটু শৃঙ্খলাবদ্ধ করার জন্য রেপুটেশন সিস্টেম একটা ভুমিকা রাখতে পারে কি না সেটা দেখতে কি খুবই আপত্তি আপনার? হতে পারে এই সিস্টেমটা এক্ষেত্রে খুবই অকার্যকর ভুমিকা রাখবে কিন্তু সেটা ট্রায়াল না দিয়েই সিদ্ধান্তে উপনীত হওয়া কি খুব বিজ্ঞানসম্মত হবে? এটার এফেক্ট ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এটা যদি ফোরামকে আকর্ষনীয় করার বদলে উল্টোটা করে তাহলে তো বন্ধ করে দেয়ার অপশন খোলা আছেই। তাই ব্যাপারটাকে বাতিল করার আগে একটা সুযোগ দেয়া উচিৎ বলে আমি মনে করি।

---- এই অচেনা বিষয়ের উপর সুযোগ/চান্স নেয়ার অনুপ্রেরণা পেয়েছি রবীঠাকুরের একটা কবিতা থেকে ...

ওরে সবুজ ওরে আমার কাঁচা ... আধমরাদের ঘা মেরে তুই বাঁচা ....

লাইন বাই লাইন মনে নাই, কিন্তু যতদুর মনে পড়ে বক্তব্যটা ছিল পুরোনোকে আঁকড়ে ধরে থাকা বনাম নতুনের এগিয়ে চলার সংঘাত নিয়ে। নতুনকে সুযোগ দিতে হবে।

ভাল থাকবেন।
শামীম।


(৯০০ তম পোস্ট)

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৩৫

Re: Reputation সিস্টেম চালু হল

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৩৬

Re: Reputation সিস্টেম চালু হল

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

৩৭

Re: Reputation সিস্টেম চালু হল

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৩৮

Re: Reputation সিস্টেম চালু হল

ইশতিয়াক,

আরেকটা পয়েন্ট মনে হল,
যদি কেউ একটা ভালো কবিতা পড়ে, কমেন্টে ভাল বলেন .... তাহলে সেটাকে খুব গঠনমূলক সমালোচনা/আলোচনা বলা যাবে না। কিন্তু যদি বলেন, অমুক ছত্রের অমুক এক্সপ্রেশনটা দিয়ে জীবনের তমুক দিকটাকে দারুন ফুটিয়ে তোলা হয়েছে (ভাববাচ্যে) তাহলে সেটাকে কবির প্রশংসা না করে কবিতার প্রশংসা হবে। আর ফোরামে আমার কাছে এটাকেই কাম্য বলে মনে হয়।

কবির প্রশংসা করতে হলে সেটা রেপুটেশনে + দিয়ে সেখানকার কমেন্টেই করাটা ভাল হবে।

---- উপরের কথাগুলো এইজন্য বললাম যে, একজন যদি ফোরাম ঘুরতে আসে, তাহলে সে কবিতার নিচে কবির প্রশংসার ফেনা দেখার চেয়ে কবিতার গঠনমূলক সমালোচনা (পজেটিভ বা নেগেটিভ) দেখতেই বেশি ভাল বোধ করবেন (অন্ততপক্ষে আমার কাছে তাই মনে হয়), অনুভব করবেন যে, এটা একটা ফোরাম।   

.........
আমি হেক্সাডেসিমেল কালার কোডের উপরে একটা খইভাজা লেখা দিয়েছিলাম। তার নিচের আলোচনায় আসল -- আপনারে দিয়ে হবে! কিংবা, আপনি আমারে খুব সাহায্য করলেন ---- নিঃসন্দেহে এগুলো প্রশংসা করে বলেছে (অন্ততপক্ষে আমি তাই ভেবে সুখি হতে চাই! wink)। কিন্তু একটা ফোরামে তো বিষয়টা মূখ্য হওয়া উচিৎ, লেখক নয়। প্রশংসাটা তাই রেপুটেশনে গেলেই বেশি ভাল হত --- ফোরামে শুধু গঠনমূলক আলোচনা/সমালোচনাগুলোই সকলের জন্য উন্মুক্ত থাকত (লগ ইন না করলে, রেপুটেশন দেখা যায় না; আর লগড ইন অবস্থায় রেপুটেশনে ক্লিক করলে সেই রেপুটেশন কে এবং কেন দিয়েছেন, সেটা দেখা যায় :::::--- সেটা কি সবাই দেখতে পান? নাকি আমি মডারেটর বলে দেখতে পাই? একটু confused sad )।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৩৯

Re: Reputation সিস্টেম চালু হল

দেখতে পাই।

৪০

Re: Reputation সিস্টেম চালু হল